এই মুহূর্তে




ইউনূসের মতিগতি নিয়ে সন্দেহ, শেষ মুহুর্তে লন্ডন যাত্রা বাতিল করলেন খালেদা




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চিকি‍ৎসার কারণে আগামিকাল শনিবারই (৮ নভেম্বর) লন্ডনে উড়ে যাওয়ার কথা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। কিন্তু শুক্রবার (৭ নভেম্বর) আচমকাই লন্ডনে যাওয়া বাতিল করলেন বিএনপি চেয়ারপার্সন। কী কারণে তাঁর যাত্রা বাতিল হয়েছে তা নিয়ে মুখ খোলেননি বিএনপি শীর্ষ নেতারা। সূত্রের খবর, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের মতিগতি নিয়ে যথেষ্টই সন্দিহান প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর আশঙ্কা, একবার তিনি দেশের বাইরে গেলে আর তাঁকে বাংলাদেশে ঢুকতে দেবে না অন্তর্বর্তী সরকার। ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময়ে ‘মাইনাস-টু ফর্মূলা’ কার্যকর করতে ইউনূস গং মাঠে নেমেছিল। কিন্তু সাধারণ মানুষের প্রতিরোধের মুখে তা কার্যকর করতে পারেনি। এবার ওই ফর্মূলা কার্যকর করতে পারে।

৭৯ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত কয়েক বছর ধরেই লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা-সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। রাজধানী ঢাকার বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে  বেশ কয়েক বার ভর্তিও থাকতে হয়েছে তাঁকে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপি চেয়ারপার্সনকে উন্নত চিকি‍ৎসার জন্য বেশ কয়েকবার বিদেশে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু ওই আবেদনে সাড়া দেয়নি পূর্বতন আওয়ামী লীগ সরকার। কিন্তু গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরেই ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে যাবতীয় মামলা প্রত্যাহার করার পাশাপাশি বাজেয়াপ্ত হওয়া পাসপোর্টও ফিরিয়ে দেয়।

প্রাক্তন প্রধানমন্ত্রীকে যাতে চিকি‍ৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া যেতে পারে তার জন্য নজিরবিহীন পদক্ষেপও করে। গত সপ্তাহেই বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ৮ নভেম্বর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। বেশ কয়েকদিন বড় ছেলে তারেকের কাছে কাটাবেন তিনি। পরে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির কোনও মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে চিকি‍ৎসার জন্য ভর্তি করা হবে। খালেদার লন্ডনে যাওয়ার জন্য লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলান্স ভাড়াও করা হয়েছিল। খালেদার চিকিৎসার কাজে সহযোগিতার জন্য মেডিকেল বোর্ডের সাত চিকিৎসক এবং নার্স, সহকারী ও স্বজনসহ ১৬ জনের ভিসা করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাত  চিকিৎসক, তিনজন নার্স, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি, দীর্ঘদিনের বিশ্বস্থ গৃহকর্মী ফাতেমা ও রূপা। কিন্তু শুক্রবার লন্ডন যাওয়া নিয়ে বেঁকে বসেন। বিএনপির শীর্ষ নেতাদের তিনি জানান, দেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে তা সুবিধাজনক নয়। তাছাড়া অন্তর্বর্তী সরকারের মতিগতিও ভাল ঠেকছে না। তিনি লন্ডনে গেলে দেশে তাঁকে ফিরতে নাও দিতে পারে ইউনূস সরকার। শেখ হাসিনা এমনিতেই দেশ ছাড়া। তিনিও দেশ ছাড়লে মাইনাস টু ফর্মূলা কার্যকর কজরা হতে পারে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিন্ময় প্রভুর জামিন রুখতে চরম নোংরামি ‘রাজাকার’ ইউনূসের, ৭০ হিন্দু আইনজীবীর নামে মামলা

ইসকন সদস্যদের বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি মোল্লা ইউনূস সরকারের, বেনাপোল আটকে দেওয়া হল ৫৪ জনকে

চিন্ময় প্রভুর জামিন নিয়ে শুনানি পিছিয়ে মঙ্গলবার

জানেন কী, পাকিস্তানে গান গাওয়ার জন্য রুনা লায়লাকে বাংলাদেশে বয়কটের মুখে পড়তে হয়েছিল

কলকাতার পরে এবার বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত ত্রিপুরার হাসপাতালের

শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় খালেদা পুত্র-সহ সব আসামির ফাঁসির সাজা বাতিল

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর