এই মুহূর্তে

‘দিল্লি-পিন্ডি নয়’, প্রথম নির্বাচনী সভায় ভারত-পাকিস্তানকে হুঁশিয়ারি খালেদা পুত্রের

আন্তর্জাতিক ডেস্ক: আগামী মাসেই রয়েছে বাংলাদেশে নির্বাচন। তাতেই প্রার্থী হয়েছে বাংলাদেশের সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারকে রহমান। তিনি এবার শুরু করলেন নির্বাচনী প্রচার। বিএনপির চেয়ারম্যান প্রচারের শুরুতেই বললেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ।” অর্থাৎ তারেক বুঝিয়ে দিয়েছেন তাঁর কাছে নিজের দেশ বাংলাদেশ আগে।

সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে  বৃহস্পতিবার প্রথম নির্বাচনী জনসভায় করেন তারেক। সেখানেই দেশবাসীর সাহায্য ও প্রার্থনা কামনা করে তারেক রহমান ধানের শীষকে জয়যুক্ত করার জন্য  আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। এ সময় মঞ্চে সিলেট বিভাগের চার জেলার সংসদীয় আসনের বিএনপি-মনোনীত ও সমর্থিত প্রার্থীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারে নেমে তারেক বলেন, “কেউ কেউ বলে, অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দে দেখুন। প্রিয় ভাইবোনেরা, ১৯৭১ সালে যে যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাঁদের ভূমিকার জন্য এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছেন। এই দেশের লক্ষ লক্ষ মা-বোনদের সম্মানহানি হয়েছে। তাঁদের তো বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে।’

আরও পড়ুনঃ বাংলাদেশ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেললে পাকিস্তানও বয়কট করতে পারে ম্যাচ  

 খালেদা পুত্র নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন। বলেছেন, বিএনপি দেশের প্রত্যেক মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায় তাঁর কথায়, ‘এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি। এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে সাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।’ এদিন তিনি মুখ খোলেন আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন নিয়েও।  তারেক রহমান বলেন, ‘১৫ থেকে ১৬ বছর ধরে আমরা দেখেছি কীভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে, কীভাবে আমি–ডামি নির্বাচন হয়েছে, কীভাবে নিশিরাতে নির্বাচন হয়েছে। এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।’ হাসিনার সরকারকে নিশানা করে বলেন, ‘আমরা দেখেছি, বিগত ১৫ থেকে ১৬ বছরে উন্নয়নের নাম করে কীভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিপিএলে গড়াপেটায় জড়িত বাংলাদেশ বোর্ড সভাপতি, বিস্ফোরক দাবি বিসিবি পরিচালকের

চট্টগ্রামে এক আঙিনায় ১৫ মণ্ডপে বাগদেবীর আরাধনা

গণহত্যাকারী জামায়াতকে বিজেপির সঙ্গে তুলনা ইউনূসের বিদেশ উপদেষ্টার

দেড় বছর আগেই মৃত, বাংলাদেশের ভোটে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন ‘ভূত’ শিক্ষক

পেটে ভাত জোটে না সিংহ ভাগের, সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন

বজবজে মাঝ মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ, উদ্ধার ওপার বাংলার ১২ জন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ