32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:08 pm
নিজস্ব প্রতিনিধি: সামনেই সরস্বতী পুজো (SARASWATI PUJA)। আগামী ২৫ জানুয়ারি থেকেই পড়ে যাচ্ছে তিথি। তিথি সম্পন্ন হবে ২৬ জানুয়ারি। মানে সময় মাত্র ২ দিন। এ তো শুধু পুজো নয়, এ বাঙালির নিজস্ব প্রেমদিবস। মনে পড়ে ‘স্কুলবেলা’?
প্রেম তো সবসময়ই করা যায়, যে কোনও উৎসবেই ঘোরা যায় কপোত-কপোতী মিলে। তবে কেন সরস্বতী পুজোই প্রেমদিবস? কারণ, একমাত্র এই পুজো হয় স্কুল-কোচিং থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। আর প্রেম চেনার শুরু তো সেই স্কুল বেলা থেকেই। যখন বইয়ের ভেতর লুকিয়ে ‘দেবদাস’ পড়ার শুরু। যখন খাতার শেষ পাতায় পছন্দের মানুষকে ভেবে লিখে ফেলা যায় কবিতা। বেঞ্চে বা ব্ল্যাকবোর্ডে কিংবা পড়ার বই-খাতায় প্রিয়জনের নাম বা আদ্যাক্ষর লেখার সেই তো শুরু। ও বয়সে একজনের মন ছুঁয়ে যায় অন্যজন। দুরু দুরু বুকে তাকে দেখা, কাজের ফাঁকে হাত ছুঁইয়ে দেওয়া বা একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়া বা পুষ্পাঞ্জলির ফুল প্রিয়’র দিকেই ছুঁড়ে দেওয়া। ভোগ খেতে বসা, মেয়েদের বা ছেলেদের স্কুলে ‘ঠাকুর’ দেখতে যাওয়ার অছিলায় ‘প্রিয়’কে খোঁজা বা দেখা। তারও আগে অন্য স্কুলে কার্ড দিতে যাওয়ার ‘প্রতিযোগিতা’।
তারপর প্রেম বাড়ে কলেজ- ইউনিভার্সিটিতে। মানুষ বদল হয়ত বা হয়েও যায়, তবে ‘অনুভূতি’? থাকে, রয়ে যায়। ওই স্কুল বয়স থেকেই যে শুরু হয় ‘হাতছানি’। পড়ার গণ্ডি পেরিয়ে সেই উৎসবের আবহে ওই বয়সেই তো ‘প্রেম এসেছিল নীরবে…’ ওই বয়সেই যে ‘ব্যাকরণ’ ছাড়া ‘ভালোবাসা’ এসেছিল।
আজ থেকে কয়েক বছর আগেও তো ভ্যালেন্টাইন্স ডে’র এত রমরমা ছিল না। তখন স্কুল বয়স থেকে ‘বসন্ত পঞ্চমী’ পড়ুয়াদের মনে এনেছিল ‘বসন্ত’ স্বাদ। তাই তো ছিল বাঙালির প্রেমদিবস। পরে ভ্যালেন্টাইন্স ডে জুড়ল আরও একটা ‘প্রেমদিবস’।