এই মুহূর্তে




ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন সর্ষে-আলু-বেগুন দিয়ে আমুদি মাছের ঝাল

নিজস্ব প্রতিনিধি:  শীতের সময়ে পাওয়া যায় নানা রকমের চুনো মাছ। এই ছোট মাছের ঝাল খেতেও লাগে দুর্দান্ত। এই সময়ে   আমুদি মাছও বাজারে বেশ ভালোই পাওয়া যায়। যদি পেঁয়াজ , বেগুন দিয়ে এই মাছ রান্না করা যায় তাহলে শীতের দুপুর জমে যাবে। এক থালা গরম ভাত উঠে যাবে নিমেষেই। কীভাবে বানাবেন রইল রেসিপি।

উপকরণ
আমুদি মাছ: ২৫০ গ্রাম
আলু ১টি (লম্বা করে কাটা)
বেগুন  ১টি ( লম্বা করে কাটা)
পেঁয়াজ ১টি ( কুচানো)
আদা বাটা  ১ চা চামচ
রসুন বাটা  ১ চা চামচ
সর্ষে বাটা ২ টেবিল চামচ (১.৫ টেবিল চামচ কালো সর্ষে ও ০.৫ টেবিল চামচ হলুদ সর্ষে)
হলুদ গুঁড়ো ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো  ১ চা চামচ
জিরা গুঁড়ো  ১/২ চা চামচ
ধনে গুঁড়ো  ১/২ চা চামচ
কালো জিরে  ১/২ চা চামচ
কাঁচা লঙ্কা ৪-৫টি
ধনেপাতা কুচি
সর্ষের তেল
নুন

 পদ্ধতি 

প্রথমে মাছ ধিয়ে নুন মাখিয়ে জল ঝড়িয়ে নিন। তারপর  আমুদি মাছ পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে নিন। তারপর  গরম সর্ষের তেলে হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন একটি পাত্রে। এরপর মাছ ভাজার তেলেই  লম্বা করে কেটে রাখা আলু ও বেগুন হালকা ভেজে আলাদা করে তুলে নিন। এবার ওই কড়াইতে আবার তেল দিয়ে গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বের হলে তাতে দিন পেঁয়াজ কুচি। হালকা বাদামি করে ভাজুন। সোনালি হয়ে গেলে এবার একে একে আদা বাটা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদমতো নুন । আবারও কষিয়ে দিন সামান্য জল।

মশলা থেকে তেল ছেড়ে এলে এবার যোগ করুন ভেজে রাখা  আলু ও বেগুন । ২ মিনিট কষিয়ে পরিমাণ মতো গরম জল যোগ করুন। ঝোল ফুটলে সর্ষে বাটা এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন। সর্ষে বাটা  দিয়ে  খুব বেশি ফোটাবেন না।  এতে তরকারি তেঁতো হয়ে  যেতে পারে। আলু ও বেগুন সিদ্ধ হয়ে গেলে দিয়ে এবার  দিন ভেজে রাখা আমুদি মাছ। এবার মাঝারি আঁচে আরও ৩-৪ মিনিট রান্না করুন। ঝোল ঘন  হলে ও মাছের ভেতরে মসলা চলে গেলে  উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।  তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন  আমুদি মাছের ঝাল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীতের নতুন আলু দিয়ে বানিয়ে ফেলুন আচারি আলুর দম, স্বাদ হয় দুর্দান্ত

জমবে শীতের দুপুর যদি শেষ পাতে থাকে রাঙা আলুর পায়েস, জেনে নিন রেসিপি

ঝাল-মশলা খেয়ে অরুচি? ঝামেলা ছাড়াই বানান আলু বিনসের স্বাস্থ্যকর তরকারি

ছুটির দিনে সন্ধ্যার পার্টিতে বাড়িতে বানান রেস্তরাঁর মতো কুং পাও চিকেন

নরম-গরম ভাপা পিঠার সঙ্গে জমবে শীতের সন্ধ্যা, জেনে নিন তৈরির পদ্ধতি

বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিলি ফুলকপির রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ