এই মুহূর্তে




Weekend recipe : সামান্য উপকরণে বানিয়ে নিন পছন্দের কচুরি




নিজস্ব প্রতিনিধি : ছুটির দিন হোক বা অফিস ডে, কচুরি মানুষের সবসময়ের প্রিয়। সকাল সকাল অফিসে যেতে হবে, কিছু খেয়ে বের হওয়া সম্ভব নয়। অফিসে পৌঁছে কচুরি খেয়ে নিলেই হল। কোথাো ঘুরতে গিয়ে সকালে গরম গরম কচুরি খাওয়ার মজাই আলাদা। ডালের কচুরি থেকে হিং-র কচুরি বিভিন্ন ধরনের কচুরি পাওয়া যায়। আগের ২ ধরনের কচুরির কথা বলা হয়েছে। আজ আরও কয়েকটি কচুরির রেসিপি জেনে নিন।

ডাল কচুরি

উপকরণ: ছোলার ডাল ১ কাপ, ময়দা ৩ কাপ, হিং এক চিমটে, কাঁচালঙ্কা ২টো, আদা ১ টেবিলচামচ, আমচুর ১ টেবিলচামচ, গরমমশলাগুঁড়ো, ভাজা জিরেগুঁড়ো, শুকনো লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, নুন, তেল  ভাজার জন্য, ঘি  ৫ টেবিল চামচ, চিনি এক চিমটে।

প্রণালী: ছোলার ডাল সেদ্ধ করে মিক্সিতে আধ ভাঙা করে নিন। এবার কড়াইয়ে এক চামচ ঘি গরম করে হিং ফোড়ন দিন। আদাবাটা দিয়ে ছোলার ডাল কাড়াইয়ে দিন। এরপর একে একে আমচুর, গরমমশলা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, শুকনো লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো আর সামান্য নুন, চিনি দিন। অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিন। এবার একটি পাত্রে ময়দা নিয়ে ঘি আর সামান্য নুন দিয়ে ভাল করে ময়ান দিন। ময়দা মাখা হলে ছোট ছোট লেচি কাটুন। লেচিগুলো সামান্য বেলে নিয়ে ভিতরে ছোলার ডালের পুর ভরে দিন। কড়াইয়ে এক দু’চামচ ঘি আর সাদা তেল দিন। তেল গরম হয়ে এলে একে একে পুর ভরা ময়দার বলগুলো ছেড়ে দিন। ডাল পুরির রঙ সোনালি হয়ে এলে ছেঁকে তুলে নিন। পরিবেশন করুন টক-মিষ্টি চাটনি দিয়ে।

হাঁসের ডিমের কচুরি

উপকরণ: ৪টে সেদ্ধ হাঁসের ডিম, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা, ২-৩ টেবিল চামচ ছাতু, স্বাদমতো নুন, চিনি, ২৫০ গ্রাম ময়দা, পরিমাণ মতো সাদা তেল, ৫-৬ টি সেদ্ধ আলু, ২ টেবিল চামচ সর্ষের তেল, ১ চা চামচ পাঁচফোড়ন, ১ টা শুকনো লঙ্কা, ৩ টেবিল চামচ আদা, টম্যাটো, কাঁচালঙ্কা বাটা, ১ চা চামচ হলুদগুঁড়ো, স্বাদমতো নুন, চিনি, ১ টেবিল চামচ কসৌরি মেথি

প্রণালী: সবার আগে ভাল পরিমাণে ময়ান দিয়ে ময়দা মেখে রাখুন। এর পর একটি পাত্রে সেদ্ধ ডিমগুলি গ্রে ট করে নিন। কড়াইতে সামান্য সাদা তেল গরম করে আদা-রসুন, কাঁচালঙ্কা বাটা আর নুন দিয়ে খানিক ক্ষণ কষিয়ে নিন। তার পর গ্রেট করা সেদ্ধ ডিমগুলি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার সেই মিশ্রণে ছাতু দিয়ে খুব ভাল করে নাড়াচাড়া করুন। মিশ্রণটি পাক ধরে গেলে নামিয়ে ঠান্ডা করে ছোট রসগোল্লার মাপের পুর বানিয়ে নিন। এ বার পুরটি ময়দার লেচিতে ভরে কচুরির মাপে বেলে গরম তেলে লাল করে ভেজে নিলেই তৈরি ডিমের কচুরি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আপনিও কি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন? জানুন ঘরে বসেই

ঠাকুরঘরে কোন ধরনের মূর্তি রাখবেন, জেনে নিন বিশদে

সামনের সোমে বিশেষ হরিহর যোগ, শিব-নারায়ণের আশীর্বাদে ভাগ্য খুলবে এই চার রাশির

বয়স অনুযায়ী জলের পরিমাপ, কতটা জল খাবেন জানুন

লবঙ্গ কতটা উপকারী, কী কী সমস্য়ার সমাধান করে?

বাড়ছে মধ্যপ্রদেশ? পেটের মেদ ঝরাতে খাবারে টানুন রাশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ