এই মুহূর্তে




পাক হেফাজতে ২৪৬ ভারতীয়, দ্রুত প্রত্যার্পণের দাবি দিল্লির




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বন্দিদের তালিকা প্রকাশ করেছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার ১ জুলাই উভয় দেশই একে অপরের হেফাজতে থাকা বেসামরিক বন্দি এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। নয়াদিল্লি এবং ইসলামাবাদে একযোগে কূটনৈতিক মাধ্যমে তালিকা বিনিময় করা হয়েছে।

বিদেশ মন্ত্রকের (MEA) এক বিবৃতি অনুসারে, পাকিস্তান তাদের হেফাজতে থাকা ৫৩ জন ভারতীয় বেসামরিক বন্দি এবং ১৯৩ জন ভারতীয় মৎস্যজীবীর নাম জানিয়েছে। ভারতের বিবৃতিতে বলা হয়েছে, “৩৮২ জন বেসামরিক বন্দি এবং ৮১ জন মৎস্যজীবীদের নাম ভাগ করে নেওয়া হয়েছে, যাদের পাকিস্তানি বলে মনে করা হচ্ছে।”

ভারত সরকার পাকিস্তানের কাছে বেসামরিক বন্দি, মৎস্যজীবী এবং নিখোঁজ ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের দ্রুত মুক্তি এবং প্রত্যাবাসনের জন্য অনুরোধ করেছে। “পাকিস্তানকে ১৫৯ জন ভারতীয় মৎস্যজীবী এবং বেসামরিক বন্দি, যারা তাদের সাজা শেষ করেছেন, তাদের মুক্তি এবং প্রত্যার্পণ দ্রুত করার জন্য বলা হয়েছে,” বিদেশ মন্ত্রক থেকে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়াও, পাকিস্তানকে তাদের হেফাজতে থাকা ২৬ জন বেসামরিক বন্দি এবং মৎস্যজীবীদের অবিলম্বে কনস্যুলার অ্যাক্সেস প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিবেশি দেশকে আরও অনুরোধ করা হয়েছে যে ভারতে প্রত্যার্পণ না হওয়া পর্যন্ত তারা যেন সমস্ত ভারতীয় এবং ভারতীয় বলে মনে করা হচ্ছে এমন বেসামরিক বন্দি এবং মৎস্যজীবীদের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত করে । ২০০৮ সালের দ্বিপাক্ষিক কনস্যুলার অ্যাক্সেস চুক্তি অনুসারে, প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই বন্দিদের তালিকা বিনিময় করা হয়।

“ভারত একে অপরের দেশের বন্দি এবং মৎস্যজীবীদের সঙ্গে সম্পর্কিত সকল মানবিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষাপটে, ভারত পাকিস্তানকে অনুরোধ করছে ভারতের হেফাজতে থাকা ৮০ জন বেসামরিক বন্দি এবং মৎস্যজীবীদের (মনে করা হচ্ছে পাকিস্তানী) নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত করার জন্য। তাদের নাগরিকত্ব নিশ্চিত না হওয়ায় পাকিস্তানে প্রত্যাবাসন করা যায়নি,” জানিয়েছে বিদেশ মন্ত্রক।

আরও বলা হয়েছে যে, “সরকারের নিরন্তর প্রচেষ্টার ফলে, ২০১৪ সাল থেকে পাকিস্তান থেকে ২,৬৬১ জন ভারতীয় মৎস্যজীবী এবং ৭১ জন ভারতীয় বেসামরিক বন্দিকে প্রত্যাবাসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ জন ভারতীয় মৎস্যজীবী এবং ১৩ জন ভারতীয় বেসামরিক বন্দি রয়েছেন যাদের ২০২৩ সাল থেকে এখনও পর্যন্ত পাকিস্তান থেকে প্রত্যাবাসন করা হয়েছে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চুরির অভিযোগে দুবাই বিমানবন্দরে গ্রেফতার ‘বিগ বস্‌’ খ্যাত আবদু রোজিক

মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নকে জোর ধাক্কা ট্রাম্পের, চাপালেন ৩০ শতাংশ কর

মাথার দাম ছিল প্রায় দেড় কোটি, সুকমায় আত্মসমর্পণ ২৩ জন মাওবাদীর

৭০০ ড্রোন, ১০টি বোমারু বিমান, অসংখ্য ক্ষেপণাস্ত্র, রুশ হামলায় আজই কি মানচিত্র থেকে মুছে যাবে ইউক্রেন?

বিমান দুর্ঘটনায় বদ্ধপরিকর ছিলেন পাইলট, দাবি বিমান বিশেষজ্ঞের

মিয়ানমারের বৌদ্ধমঠে বিমান হামলায় নিহত বহু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ