28ºc, Haze
Saturday, 2nd July, 2022 8:26 am
নিজস্ব প্রতিনিধি: দিন যত গড়াচ্ছে ততই দেশের মানুষের সামনে বিজেপির(BJP) আসল রূপ উন্মোচিত হচ্ছে। যে সব রাজ্যের মানুষ বিজেপিকে প্রতিটি নির্বাচনে দুইহাত ঢেলে ভোট দিচ্ছে সেই সব রাজ্যেই এখন মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম রাস্তায় নেমে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে। কৃষক আইন নিয়ে দেশজুড়ে বিশেষ করে গোবলয়ের রাজ্যগুলিতে যেভাবে বিজেপির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হতে দেখা গিয়েছিল সেই একই ধাঁচে এবার দেশের ১৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ‘অগ্নিপথ’(Agnipath) প্রকল্পের বিরুদ্ধে যুব সমাজের আন্দোলন। দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিক্ষুব্ধ যুবসমাজকে অনুরোধ জানিয়েছেন হিংসাত্মক আন্দোলন থেকে সরে আসতে কিন্তু একই সঙ্গে বিজেপি সরকারের এই প্রকল্পের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেছে। এই অবস্থায় ‘অগ্নিবীর’(Agniveer)দের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়(Kailash Bijaybargiya) যার জেরে দেশজুড়ে ছিঃ ছিঃ কার রব উঠেছে। কৈলাসের সেই মন্তব্যের বিরুদ্ধেই এবার সরব হলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।
রবিবার মধ্যপ্রদেশে এক সাংবাদিক বৈঠকে কৈলাস বলেন, ‘সেনার প্রশিক্ষণ পেয়ে অগ্নিবীররা হয়ে উঠবেন কঠোর শৃঙ্খলাপরায়ণ৷ তাঁরা সব আদেশ পালন করতে শিখবেন৷ চার বছর দেশ সেবা করার পর যদি তাকে বাহিনী ছাড়তে হয় তখন তিনি এককালীন ১১ লাখ টাকা পাবেন৷ এছাড়া অগ্নিবীরের তকমা নিয়ে সমাজে ঘুরে বেড়াবে৷ আমার যদি বিজেপি অফিসে নিরাপত্তা রক্ষীর প্রয়োজন পড়ে তাহলে আমি অগ্নিবীরদের অগ্রাধিকার দেব৷’ কৈলাসের এই মন্তব্য নিয়েই এখন দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই অবস্থায় সোমবার ত্রিপুরায়(Tripura) সেখানকার ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রচারে গিয়ে আগরতলায় এক সাংবাদিক বৈঠকে কৈলাসের বিরুদ্ধে কার্যত তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, ‘নোটবন্দি পরিকল্পনা ঘোষণা হয়েছিল অপরিকল্পিত ভাবে, কৃষক আইনও তাই। অগ্নিপথ প্রকল্পের ঘোষণাও হয়েছে অপরিকল্পিত ভাবে। কৈলাস বিজয়বর্গীয়র ছেলে ব্যাট দিয়ে পেটাবে আর অগ্নিবীররা বিজেপির অফিসে দারোয়ান হবে! সেনা দরদি হলে ওই সব নেতাকে দল থেকে বহিষ্কার করা উচিত। সেনা নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করেন তাদের দেশ থেকে তাড়ানো উচিত। বিক্ষোভ দেখালে তা যেন শান্তিপূর্ণ হয়। চিন্তা করবেন না কৃষক আইনের মতোও অগ্নিপথ প্রকল্পপ প্রত্যাহার করতে বাধ্য হবে বিজেপির সরকার।’