নিজস্ব প্রতিনিধিঃ সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আদিত্য এল-১। গত শনিবার (২ সেপ্টেম্বর) ভারতবাসীর জন্য এক মাহেন্দ্রক্ষণ। এইদিনেই সূর্যের উদ্দেশ্যে সফলভাবে উড়ে যায় ইসরোর আদিত্য এল-১। এবার ছবি তুলে জানান দিল তাঁর গন্তব্যের পথে যেতে সে ঠিক রয়েছে। সূর্যযানটির সমস্ত অংশ সঠিকভাবে রয়েছে। ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে, আদিত্য এল-১ প্রথম চাঁদ এবং পৃথিবীর ছবি তুলেছে। ছবিতে পৃথিবী ও চাঁদকে একসঙ্গে দেখা যাচ্ছে।
১৮ সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবীর চারপাশে কক্ষপথ পরিবর্তন করবে। ১০ সেপ্টেম্বর আদিত্য এল-১ পরবর্তীবার কক্ষপথ পরিবর্তন করবে। তারপর প্রত্যহ ১৪৪০টি ছবি পাঠাবে। ভিইএলসি দ্বারা ছবি তোলা হবে।ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, ভিইএলসি তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স।এর দ্বারাই সূর্যের ছবি তোলা হবে। নির্দিষ্ট পথে যাওয়ার পর আদিত্যের সমস্ত পেলোড চালু করা হবে।
পাঁচ বছরের জন্য আদিত্য-এল ১ মিশন পরিকল্পনা করেছেন বিজ্ঞানীরা। সূর্যযানটি নিরাপদ থাকলে ১০-১৫ বছর ধরে কাজ করতে পারে। সূর্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে।এর লরেঞ্জ পয়েন্ট হল মহাকাশের এমন একটি স্থান যা পৃথিবী এবং সূর্যের মধ্যে একটি সরল রেখায় অবস্থিত। পৃথিবী থেকে এর দূরত্ব ১৫ লাখ কিলোমিটার।
আদিত্য এল-১ সৌর ঝড়, সৌর তরঙ্গ এবং পৃথিবীর বায়ুমণ্ডলে এগুলির প্রভাবের কারণ, সূর্যের থেকে বেরিয়ে আসা তাপ ও গরম বাতাস নিয়ে গবেষণা করবে আদিত্য। সৌর বায়ুর বন্টন এবং তাপমাত্রা অধ্যয়ন করবে। সৌর বায়ুমণ্ডল বোঝার চেষ্টা করবে।