এই মুহূর্তে




বন্ধ করা হল অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট, সমাজবাদী পার্টির নিশানায় বিজেপি

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সাসপেন্ড করা হয়েছে সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট। এই বিষয় নিয়েই তুঙ্গে উঠেছে বিতর্ক। এই ঘটনাকে সরাসরি গণতন্ত্রের উপর আক্রমণ বলে অভিযোগ করেছে সমাজবাদী পার্টি। এর জন্য দায়ী করেছে বিজেপিকে।

অখিলেশ যাদবের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে সাসপেন্ড করা হয়েছে। অখিলেশের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করায় যোগী রাজ্যের রাজনৈতিক মহলে হৈচৈ শুরু হয়েছে এবং দলীয় নেতারা তীব্র নিন্দা করেছেন। সূত্র জানিয়েছে, ফেসবুকে অখিলেশ যাদবেরের ৮০ লক্ষেরও বেশি লোক অনুসরণকারী রয়েছে। যদিও সরকারি সূত্র অনুসারে জানা গিয়েছে অনুপযুক্ত পোস্ট শেয়ার করার অভিযোগে ফেসবুক অ্যাকাউন্টটি ব্লক করে দিয়েছে। নিয়মিতভাবে অখিলেশ যাদবের রাজনৈতিক বক্তব্য, সরকারি নীতির সমালোচনা এবং প্রচারণা-সম্পর্কিত বিষয়বস্তু সম্বলিত এই পেজটি পূর্ব সতর্কতা ছাড়াই বন্ধ হয়ে যায়। সরকারি সূত্রের দাবি, অখিলেশের অ্যাকাউন্টে একটি পোস্ট ছিল যা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করে। যার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়।

ঘটনার পরেই, সমাজবাদী পার্টির আইটি টিম তাৎক্ষণিকভাবে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে মেটার সঙ্গে যোগাযোগ করে এবং সমস্যাটি রিপোর্ট করার জন্য ফেসবুক ইন্ডিয়া টিমের সাথে যোগাযোগ করে। শনিবার সকালের মধ্যে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়। তারপরে পূর্ববর্তী সমস্ত পোস্ট, ছবি এবং ভিডিও আবার জনসাধারণের কাছে দৃশ্যমান হয়। মেটা এখনও পর্যন্ত সাময়িক স্থগিতাদেশের কোনও ব্যাখ্যা না দিলেও, সমাজবাদী পার্টির নেতারা এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। ঘোসির সাংসদ রাজীব রাই এক্স-এর ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “দেশের সংসদের তৃতীয় বৃহত্তম দলের নেতা, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবজির অ্যাকাউন্ট ফেসবুক কর্তৃক ব্লক করা কেবল নিন্দনীয়ই নয়, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উপরও আঘাত। যদি এটি শাসক দলের নির্দেশে করা হয়ে থাকে, তবে এটি কাপুরুষতার লক্ষণ। সমাজবাদীদের কণ্ঠস্বর দমন করার চেষ্টা করা একটি ভুল।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আলিগড়ের ব্যবসায়ী খুনের অভিযোগ, গ্রেফতার অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য পূজা শকুন পান্ডে

বিহারের ভাইরাল গার্লকে রাশিয়ান ভেবে ধোঁকা খাচ্ছে সকলে! জেনে নিন পরিচয়

জাল সমন ও ডিজিটাল গ্রেফতারির মাধ্যমে ১০০ কোটির প্রতারণা, গুজরাতে গ্রেফতার ৪

ফিরছেন তবে কফিনবন্দী হয়ে, অনন্তনাগে জঙ্গিদমনে গিয়ে মৃত বাংলার ২ জওয়ান

পাকিস্তানি ‘সুন্দরী’র ফাঁদে পড়ে সেনার গোপন তথ্য পাচার! রাজস্থানে গ্রেফতার ‘গুপ্তচর’

মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকে নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ বিরোধীরা, সাফাই গাইল বিদেশ মন্ত্রক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ