-273ºc,
Friday, 9th June, 2023 3:55 am
নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: কর্নাটকের বিধানসভা ভোটের আগেই বহিরাগত ‘আমূল’ বনাম স্থানীয় ‘নন্দিনী’ নিয়ে রাজনীতির পারদ চরমে উঠেছিল। ওই বিতর্কের মূল্য চোকাতে হয়েছিল বিজেপিকে। এবার গুজরাতি সংস্থা ‘আমূল’ এর আগ্রাসনের বিরুদ্ধে সরব হলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। স্থানীয় দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা ‘আভিন’কে বাঁচাতে বৃহস্পতিবার আসরে নেমেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন, আমূল যেন তামিলনাডুতে দুগ্ধ ব্যবসায়ীদের কাছে দুধ সংগ্রহ না করে সে বিষয়ে নির্দেশ দিন।। ‘আমূল’ নিয়ে বিরোধী রাজ্যগুলিতে যেভাবে প্রতিবাদ শুরু হয়েছে তাতে সিঁদূরে মেঘ দেখছেন বিজেপি নেতারা।
তামিলনাডুর নিজস্ব ব্র্যান্ড হিসেবে পরিচিত ‘আভিন’ এর ব্যবসায় ভাগ বসাতে সম্প্রতি কৃষ্ণাগিরি জেলায় নয়া কারখানা খুলেছে গুজরাতি সংস্থা ‘আমূল।’ কৃষ্ণাগিরি, ধরমপুরী, ভেলোর, রানিপেট, তিরুপাথুর, কাঞ্চিপুরম ও তিরুভাল্লুর জেলায় ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনস এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে দুধ সংগ্রহ করে ‘বেওসা’ ফেঁদে বসেছে। ফলে ওই সব এলাকার দুগ্ধচাষিরা ‘আভিন’ এর পরিবর্তে গুজরাতি সংস্থা ‘আমূল’-এ দুধ সরবরাহ শুরু করেছেন।
আর তাতেই ক্ষুব্ধ তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ‘আমূল’-এর পদক্ষেপ নিয়ে সরাসরি কেন্দ্রীয় সমবায়মন্ত্রী অমিত শাহের কাছে নালিশ ঠুকেছেন তিনি। তাঁর বক্তব্য, এতদিন বিভিন্ন রাজ্যে স্থানীয় সমবায়গুলিই দুধের ব্যবসা পরিচালনা করতেন। কিন্তু ‘আমূল’ সেই নীতি লঙ্ঘন করে তামিলনাডুতে ঢুকে ব্যবসা শুরু করেছে। এটা অবৈধ অনুপ্রবেশ ছাড়া আর কিছু নয়। এলাকাভিত্তিক দুগ্ধ সংগ্রহের নীতি লঙ্ঘন করে আমূল অস্বাস্থ্যকর প্রতিযোগিতার আবহ তৈরি করেছে। তামিলনাডুর নিজস্ব ব্র্যান্ড ‘আভিন’কে বাঁচাতে ‘আমূল’-কে কাঁচা দুধ সংগ্রহ বন্ধের নির্দেশ দেওয়া হোক।