এই মুহূর্তে




‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক




নিজস্ব প্রতিনিধিঃ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভুলভাল মন্তব্য করায় হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে গ্রেফতার করা হয়েছে। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ প্রাণ কাড়ার বদলায় ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযান সফল হয়েছে। নিঃশব্দে পাকিস্তানের উপর ভারতের আত্মঘাতী হামলায় ধ্বংস হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গিঘাঁটি। খতম হয়েছে শতাধিক সন্ত্রাসী। জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১৪ সদস্য খতম হয়েছে।

পাশাপাশি ৫ কুখ্যাত জঙ্গি খতম হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর সফলতায় খুশি হয়েছেন গোটা দেশবাসী। যদিও এরপর পাকিস্তান পাল্টা হামলা চালালেও ভারতীয় সেনাবাহিনী তাঁদের দমন করেছেন। এবং আপাতত ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি অব্যাহত রয়েছে। ‘অপারেশন সিঁদুর’ এর প্রাথমিক পর্যায়ে বিদেশসচিব বিক্রম মিস্রির সঙ্গে প্রেস ব্রিফিং দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ার আলোচিত হচ্ছেন দুই মহিলা অফিসার। আর তাদের নিয়েই সম্প্রতি বেফাঁস মন্তব্য করেছিলেন অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদ।

তিনি পোস্টে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহকে “ভণ্ডামি” বলে বর্ণনা করেছিলেন। বিতর্কের ঝড় ওঠার পর মনুদাবাদকে পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে। তিনি ছিলেন, মাহমুদাবাদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন সহযোগী অধ্যাপক। বিজেপি যুব মোর্চার একজন সদস্যের অভিযোগের পর অধ্যাপক খানকে দিল্লিতে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন হরিয়ানা রাজ্য মহিলা কমিশনও। একটি নোটিশে, কমিশন জানিয়েছেন যে, একজন অধ্যাপক হয়ে তাঁর মন্তব্য ভারতীয় সশস্ত্র বাহিনীর মহিলা অফিসারদের অবমাননা করেছে এবং সাম্প্রদায়িক বিভেদকে উস্কে দিয়েছে। জাতীয় সামরিক পদক্ষেপকে কলঙ্কিত করার প্রচেষ্টা করেছেন। নোটিশের সঙ্গে কমিশন মাহমুদাবাদের বিতর্কিত পোস্টটি জুড়ে দিয়েছিলেন। যেখানে অধ্যাপক বলেছিলেন, “আমি খুব খুশি যে সকলে ডানপন্থী মন্তব্যকারী কর্নেল সোফিয়া কুরেশিকে প্রশংসা করছেন। তাঁদের সাধারণ ভারতীয় মুসলমানদের প্রতি একই মনোভাব অবলম্বন করতে বলি, যারা প্রতিদিন নির্যাতনের শিকার হন। আমার পুরো মন্তব্যটি ছিল বেসামরিক এবং সৈন্য উভয়ের জীবন রক্ষা করার বিষয়ে। তা ছাড়া, আমার মন্তব্যে এমন কোনও নারীবিদ্বেষ নেই যা নারীবিরোধী হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে।” তবে এ ক্ষেত্রে, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি একটি বিবৃতিতে অধ্যাপকের গ্রেফতারের তীব্র নিন্দা করেছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মায়ের প্রেমিকের ধর্ষণের শিকার হয়ে মৃত্যু আড়াই বছরের শিশুর, নৃশংস ঘটনা মুম্বইয়ে

সাঙ্ঘাতিক তথ্য প্রকাশ্যে, ৩ দিনেই গোয়েন্দাদের জালে ১১ পাকিস্তানি গুপ্তচর

পাকিস্তানে ‘সিক্রেট কিলারের’ হাতে মৃত্যু হয়েছে একের পর এক সন্ত্রাসীর, তালিকা দেখলে চমকে যাবেন

‘মাতালকে বিয়ে করব না’- ছাদনাতলায় যাওয়ার আগেই বিয়ে ভাঙলেন কনে

‘জঙ্গিদের বোন’ মন্তব্যের জন্য বিজয় শাহের বিরুদ্ধে ‘সিট’ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

৬,২১০ কোটি প্রতারণা মামলায় গ্রেফতার UCO ব্যাঙ্কের প্রাক্তন শীর্ষকর্তা সুবোধ গোয়েল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ