এই মুহূর্তে




২২ মে’র মধ্য তৈরি হবে নিম্নচাপ, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টি চলবে




নিজস্ব প্রতিনিধি: পঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এটি হরিয়ানা ,উত্তরপ্রদেশ, বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ- এর উপর দিয়ে গেছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ দাশ এই খবর জানান। তিনি বলেন,সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতি। সকাল থেকে বিকেল পর্যন্ত গরম এবং অস্বস্তি থাকবে। আগামী ৪/৫ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সব জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই চার জেলাতে কালবৈশাখীর পরিস্থিতি। এই চার জেলার দু- এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে।

কলকাতা,(Kolkata) হাওড়া, হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ সহ হাল্কা মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। বাকি জেলাতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।মঙ্গলবার পশ্চিমের জেলা সহ সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা সহ বাকি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে সম্ভাবনা। এই সাত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। সব জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার এর মধ্যে প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত। দমকা ঝোড়ো হাওয়ায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সপ্তাহ জুড়ে। তাপমাত্রার বড়সড় ও পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনে।সোমবার উত্তরবঙ্গের(North Bengal) সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।

দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। এই দুই জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা। কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা অর্থাৎ ঝড়ের সর্তকতা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। বুধ এবং বৃহস্পতিবারেও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা।মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে বাইশে মে নাগাদ। এই সিস্টেম আরো শক্তিশালী হয়ে উত্তর অভিমুখে এগোবে। তবে বঙ্গোপসাগরে(Bay Of Bengal) আগামী পাঁচ দিনে এরকম কোন সিস্টেমের কথা জানায়নি আবহাওয়া দফতর। তবে মে মাস এই ধরনের সিস্টেম ডেভেলপ করার প্রবণতা থাকে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক

বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১

ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

বিমান দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি ফিরহাদের

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন আর্জি খারিজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

দত্তপুকুরে জলাশয় থেকে বাস কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ