এই মুহূর্তে




বিহারে বিধায়কদের ২১৮ জন কোটিপতি, ১৭০ কোটির সম্পত্তি নিয়ে সবচেয়ে ধনী ইনি

নিজস্ব প্রতিনিধি, পটনা: কথায় বলে, টাকা যার, সব তার। বিহারে বিধানসভা ভোটেও ফের একবার জয়ী হল মানি ও মাসল পাওয়ার। নবনির্বাচিত ২৪৩ বিধায়কের মধ্যে ২১৮ জনই কোটিপতি। সবচেয়ে বেশি কোটিপতি বিধায়ক নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের। ওই দলের ৮৫ বিধায়কের মধ্যে ৭৮ জনই কোটিপতি। তবে সম্পত্তির নিরিখে সবাইকে টেক্কা দিয়েছেন গোটা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র সরবরাহের আতুড়ঘর হিসাবে পরিচিত মুঙ্গেরের বিজেপি বিধায়ক কুমার প্রণয়। তাঁর সম্পত্তির পরিমাণ ১৭০ কোটি টাকার বেশি।

গত ৬ ও ১১ নভেম্বর দু’দফায় বিহার বিধানসভার ২৪৩ আসনে ভোট নেওয়া হয়েছিল। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) ভোটগণনা হয়। তাতে নীতীশ-বিজেপির নেতৃত্বাধীন এনডিএ’র সুনামি বয়ে গিয়েছে। ২০২ আসনেই জয়ী হয়েছেন জোটের প্রার্থীরা। অন্যদিকে মাত্র ৩৫ আসনে জয় পেয়েছে আরজেডি-কংগ্রেস জোটের প্রার্থীরা। ছয়টি আসনে জিতেছেন অন্যান্যরা। জয়ী বিধায়কদের আর্থিক সঙ্গতি নিয়ে শনিবার বেসরকারি নির্বাচনী নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তরফে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এডিআরের প্রতিবেদন অনুযায়ী, বিহারের বিদায়ী বিধানসভায় কোটিপতি বিধায়কের সংখ্যা ছিল ১৯৪ জন। এবার তা বেড়ে হয়েছে ২১৮। অর্থা‍ৎ গতবারের চেয়ে কোটিপতি বিধায়কের সংখ্যা ৯ শতাংশ বেড়েছে। ২০২০ সালে জয়ী বিধায়কদের গড় সম্পত্তি ছিল ৪ কোটি ৩২ লক্ষ টাকা। এবার জয়ী বিধায়কদের গড় সম্পত্তি ৯.২ কোটি। অরথা‍ৎ দুই গুণের বেশি সম্পত্তি। জেডিইউয়ের ৮৫ বিধায়কের মধ্যে ৭৮ জনই কোটিপতি। অন্যদিকে বিজেপির ৮৯ জন বিধায়কের মধ্যে ৭৭ জন কোটিপতি। লালুপ্রসাদের আরজেডিও পিছিয়ে নেই। দলের ২৫ জনের মধ্যে ২৪ জনই কোটিপতি। চিরাগ পাসোয়ানের এলজেপিআরভি’র ১৯ জনের মধ্যে  কোটিপতির সংখ্যা ১৬। কংগ্রেসের ছয় জন জয়ী হয়েছেন। প্রত্যেকেই কোটিপতি। মিমের ৫ বিধায়কের সবাই কোটিপতি। জিতনরাম মাজির হিন্দুস্থান আওয়াম মোর্চার পাঁচজনের মধ্যে চারজনই কোটি টাকার বেশি সম্পত্তির মালিক। স্বঘোষিত মেহনতি মানুষের দল সিপিএমের একমাত্র বিধায়কও কোটিপতির তালিকায়। সিপিআইএমএলের হয়ে জিতেছেন দুই জন। তাদের একজন কোটিপতি।

তবে সম্পত্তির নিরিখে সবাইকে টেক্কা দিয়েছেন গোটা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র সরবরাহের আতুড়ঘর হিসাবে পরিচিত মুঙ্গেরের বিজেপি বিধায়ক কুমার প্রণয়। তাঁর সম্পত্তির পরিমাণ ১৭০ কোটি টাকার বেশি। তার পরেই রয়েছেন ‘বাহুবলী’ তথা মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহ। তার সম্পত্তির পরিমাণ ১০০ কোটির বেশি। সবচেয়ে গরিব বিধায়ক বিজেপির মহেশ পাসওয়ান। কোটিপতি বিধায়কদের যখন ছড়াছড়ি তখন তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র ৮ লক্ষ টাকার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১০ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অপরাধে বিজেপি নেতার আমৃত্যু কারাবাস

শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

SBI-তে অ্যাকাউন্ট রয়েছে? সাবধান হোন, বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা

প্রকাশ্যে নয়া সিসিটিভি ফুটেজ, ফরিদাবাদের মোবাইলের দোকানে বসে চিন্তিত উমর, কিন্ত কেন?

করুণ দশা প্রশান্ত কিশোরের, জন সুরাজের ২৩৮ প্রার্থীর মধ্যে ২৩৬ জনের জামানত জব্দ

৬০ লক্ষ টাকার বীমার লোভে ভাইয়ের ‘হামশকল’-কে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দাদার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ