এই মুহূর্তে




বিহারে জঙ্গলরাজ, মোকামায় প্রশান্ত কিশোরের দলের নেতাকে গুলি করে খুন

নিজস্ব প্রতিনিধি, পটনা: স্বঘোষিত ‘সুশাসন বাবু’ নীতীশ কুমারের জমানায় বিহার কতটা জঙ্গলরাজে পরিণত হয়েছে ফের তার প্রমাণ মিলল। পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টরের পরে এবার দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টির এক নেতা। গতকাল বুধবার রাতে নীতীশের দলের বাহুবলী নেতা অনন্ত সিংহের খাসতালুক মোকামার ঘোসবেরিতে দুলাল চন্দ্র যাদব নামে জন সুরাজ পার্টির নেতা খুন হয়েছেন। ওই হত্যাকাণ্ড নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। যদিও এলাকাবাসী সেই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না।

আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোট নেওয়া হবে। আর ওই ভোট ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বুধবার রাতে জরুরি কাজে ঘোসবেরি বাজারে গিয়েছিলেন জন সুরাজ পার্টির নেতা দুলাল চন্দ্র যাদব। এলাকায় দাপুটে নেতা হিসাবে পরিচিত ছিলেন। এর আগে বিধানসভা ভোটেও লড়েছিলেন। বাজারের কাছে পৌঁছনো মাত্র মোটরবাইকে চেপে আসা দুই দুষ্কৃতী দুলালকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জন সুরাজ পার্টির নেতা। গুলি চালিয়ে দুই দুষ্কৃতী নিরাপদেই চম্পট দেয়।

গুলির শব্দ শুনতে পেয়ে বাজারের দোকানদার ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। খবর পাঠানো হয় স্থানীয় থানায়। ঘোসবেরি থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দুলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকি‍ৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

ছেলের মৃত্যু হলেই মিলবে ১ কোটি, অবৈধ সম্পর্ক টেকাতে পুত্রঘাতী মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ