এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মোদির মন্ত্রীই ধরিয়ে দিল মোদির মিথ্যা ভাষণ

নিজস্ব প্রতিনিধি: ফের বেআব্রু দেশের প্রধানমন্ত্রীর(Prime Minister of India) ধারাবাহিক মিথ্যার ফানুস। মাত্র একমাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)। সেখানে গিয়ে তিনি নিজ ভাষণে দাবি করেন, ভারতে এখন নাকি প্রতি বছরে এখন একটি করে IIT ও IIM তৈরি হচ্ছে। তাঁর সেই দাবি নিয়েই রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে মোদি সরকারকে চেপে ধরেছে কংগ্রেস(INC)। কার্যত মোদির দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন এক বাড়ি, এক সংযোগ, জলবিপ্লব মমতার

বৃহস্পতিবার রাজ্যসভায় কংগ্রেস সদস্য কুমার কেতকারের লিখিত প্রশ্ন ছিল, বিগত পাঁচ বছরে দেশের কোন কোন শহরে IIT এবং IIM গড়ে তুলেছে কেন্দ্রীয় সরকার? কত ছাত্রছাত্রী সেখানে ভর্তি হয়েছে সেই তথ্য বিস্তারিত ভাবে জানানো হোক। সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার(Subhash Sarkar), যিনি আবার এই বাংলা থেকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিজেপি সাংসদ ও পরে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, জানিয়েছেন, বিগত ৫ বছরে দেশে একটিও নতুন IIT ও IIM গড়ে ওঠেনি। এই মুহূর্তে ২৩টি IIT এবং ২০টি IIM চলছে। ৫ বছরে উচ্চশিক্ষার নানাবিধ কেন্দ্রীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু সেই তালিকায় IIT অথবা IIM একটিও নেই।  

আরও পড়ুন সেচ-কর মকুব করে কৃষকদের পাশে মমতার সরকার

মোদির মন্ত্রীর এহেন বক্তব্যের জেরেই কার্যত দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে মোদি বিদেশে গিয়ে কী পরিমাণ মিথ্যাচারিতা করে বেড়াচ্ছেন। আর তার জেরেই এবার কংগ্রেস আক্রমণ শানিয়েছে দেশের প্রধানমন্ত্রীকে। তাঁদের দাবি, ‘রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে মোদি সরকারের শিক্ষামন্ত্রক স্পষ্ট জানিয়েছে গত ৫ বছরে দেশে একটিও IIT এবং IIM তৈরি হয়নি। তাহলে একমাস আগে আমেরিকায় গিয়ে প্রধানমন্ত্রী এরকম অসত্য ভাষণ দিলেন কেন? প্রধানমন্ত্রী এত মিথ্যা কথা কেন বলেন? তাঁর এই নিয়ম করে মিথ্যা বলার দরকার হয় কেন? রাজস্থান থেকে গুজরাত, মোদিজি সর্বত্র ভাষণ দিয়ে বেড়াচ্ছেন। অথচ সংসদে মণিপুর নিয়ে তিনি একটিও কথা বলছেন না কেন?’ কংগ্রেসের এই আক্রমণের পাশাপাশি মোদি সরকারের মুখ আরও বেশি করে পুড়িয়েছেন বিজেপির মুখপাত্র বিনোদ শর্মা(Binodh Sharma)। মণিপুরের(Manipur) পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকায় ক্ষোভ উগরে দল ছেড়ে দিলেন বিহারের এই বিজেপির মুখপাত্র।  

আরও পড়ুন শিক্ষক বদলিতে রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর হাইকোর্টের

বিজেপি ছাড়ার সময় তিনি দাবি করেছেন, ‘মণিপুরের পরিস্থিতি দেশের মাথা হেঁট করে দিয়েছে। এতবড় ঘটনার পরও মোদি ঘুমোচ্ছেন। এভাবে দলে থাকা যায় না। আন্তর্জাতিক স্তরে মণিপুরের ঘটনা দেশের মুখ পুড়িয়েছে। কিন্তু তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে সরাতে পারেননি প্রধানমন্ত্রী । মোদি ঘুমিয়ে আছেন। কয়েক হাজার লোকের সামনে দু’জন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হল। তারপরও মণিপুরের মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যে এমন কয়েকশো ঘটনা ঘটেছে। এটা খুবই ভয়ঙ্কর। এই মন্তব্যই প্রমাণ করে বিজেপি নেতৃত্ব মহিলা ও নাগরিকদের নিয়ে মোটেই উদ্বিগ্ন নয়। বিজেপির হয়ে কাজ করার জন্য আজ লজ্জিত বোধ করছি। ভারাক্রান্ত মনে তাই দল থেকে পদত্যাগ করলাম।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেডিএস থেকে সাসপেন্ড যৌন কেলেঙ্কারিতে জড়িত দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল

চকোলেটের ওপর মিলল ফাঙ্গাস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

১৪ বছরের কিশোরীর গর্ভপাতের অনুমতি প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট

তৃতীয় দফায় ধনী প্রার্থী ১,৩৬১ কোটির মালিক, গরিব প্রার্থীর সম্বল মাত্র ১০০ টাকা

দিদির বিয়েতে নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢোলে পড়ল কিশোরী

তৃতীয় দফার ভোটে লড়াইয়ে নামা ১৮ শতাংশ প্রার্থীই ‘দাগি’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর