এই মুহূর্তে




বিয়ের মণ্ডপে চরম বিভ্রাট! সিঁদুর আনতে ভুলে গেলেন কনেপক্ষ, মুশকিল আসান করল ‘ব্লিঙ্কিট’

নিজস্ব প্রতিনিধি: ভাঙা বিয়ে নিমেষেই জোড়া লাগাল ব্লিঙ্কিট। বিয়ের অনুষ্ঠানে নেই সিঁদুর, যেটি হিন্দু বিয়ের একটি প্রধান উপাদান। কিন্তু বিয়েতে সেটাই আনতে ভুলে গেলেন কনেপক্ষ। যার ফলে ভাঙতে বসেছিল বিয়ে। চরম বিভ্রাটের সৃষ্টি হয়। কিন্তু মুহূর্তেই মুশকিল আসান করল শপিং ডেলিভারি অ্যাপ ব্লিঙ্কিট। সিঁদুর সময় মতো পৌঁছে দিয়ে বিয়ে বন্ধ রুখে দিল এই ডেলিভারি অ্যাপটি। বর্তমানে শপিং-ফুড ডেলিভারির একাধিক অনলাইন অ্যাপের মধ্যেই প্রথম সারিতে রয়েছে Blinkit। একটু টাকা বেশি লাগলেও, ফ্লিপকার্টের থেকেও ফাস্ট ডেলিভারি দেয় ব্লিঙ্কিট।

শুধু খাবারের জিনিস নয়, পোশাক-আশাক থেকে ড্রাই ফুড, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস ফাস্ট ডেলিভারি দেয় ব্লিঙ্কিট। ঘরে বসে এর সুবিধা নেয় গ্রাহকরা। এবার ব্লিঙ্কিটের এই ফাস্ট ডেলিভারি রেকর্ড গড়ল। আটকে দিল বিয়ে ভাঙা। ঘটনাটি ঠিক কী ঘটেছিল? আসলে সম্প্রতি দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে বর-কনের সিঁদুরদানের সময়, তাঁদের পরিবার লক্ষ্য করেন যে, তাঁরা বিয়ের আসল উপাদান সিঁদুর আনতেই ভুলে গিয়েছেন। তখনই বর-কনে পূজা-হৃষি সাতপাকে ঘুরছিলেন। তাঁরা বুঝতে পারেন সিঁদুর কৌটো হারিয়ে গিয়েছে। শুরু হয়ে যায় হৈচৈ। এই বিয়ের অনুষ্ঠানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, বর ক্যামেরার সামনে বলছেন, একটি ছোট জিনিস, সেটাও কেউ আনতে পারল না।বুঝতে পারছেন, একটি সামান্য জিনিস কীভাবে বিয়ে আটকে দিতে পারে?

 

 

View this post on Instagram

 

A post shared by Vogueshaire Weddings (@vogueshaire)

এরপর পরিস্থিতি সমাধানের জন্য তাঁদের পরিবারের সদস্যরা একত্রিত হন। তবে আতঙ্কিত না হয়ে তাঁরা দোকানে যাওয়ার পরিবর্তে, পরিবাররে একজন ব্লিঙ্কিটে সিঁদুর অর্ডার করে সাহায্য নেয়। এবং কয়েক মিনিটের মধ্যেই ব্লিঙ্কিট সিঁদুর পৌঁছে দেয় অনুষ্ঠানস্থলে। অনুষ্ঠানটি ঠিক যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু হয়। অতিথিদের হাততালি এবং উল্লাসের মধ্য দিয়ে বর কনেকে সিঁদুর পরিয়ে দেন। ভিডিওটি ভাইরাল হলে কেউ কেউ ডেলিভারি এক্সিকিউটিভ দের ‘নীরব সুপারহিরো’ বলে অভিহিত করেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, “গুজরাতে আমার দেওরের বিয়েতেও এটি ঘটেছিল এবং চোখের পলকের নিমেষে লোকটি এটি পৌঁছে দিয়েছে।” অনেকেই বলেছেন, একটা ছোট্ট জিনিসের অভাবে বিয়ে ভাঙতে বসেছিল। এবার বুঝতে পারছি একটি সিঁদুর কতটা মূল্যবান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফিরে দেখা ২০২৫: ‘মর্দ কে দর্দ’, নীল ড্রাম থেকে মধুচন্দ্রিমায় গিয়ে খুন

‘চপ্পল মেরেই বিদ্যুৎস্পৃষ্ট যুবকের চিকিৎসা’, আজব কাণ্ড নীতীশের বিহারে

৬০ বছরের ডিভোর্সি মহিলাকে বিয়ে চল্লিশের যুবকের, তাঁদের প্রেমকাহিনী শুনলে ভিরমি খাবেন..

‘‌মুখে প্রস্রাব করে দেব’‌, রাস্তায় দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ মহিলা পুলিশ অফিসারের

চারজন গাঁজা আসক্ত নাবালক পরিযায়ী শ্রমিকের উপর নির্মম হামলা করল, তুলল ভিডিও

‘দশ হাজারে খুপরি ঘর’, ছুটির মরসুমে রাজস্থান ভ্রমণে নিষেধ করলেন তরুণী ব্লগার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ