এই মুহূর্তে




বিমান ভেঙে পড়ার পরেই হুড়মুড়িয়ে পড়ল বোয়িংয়ের শেয়ার দর




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বি জে মেডিক্যাল কলেজের একটি হোস্টেলের উপর ভেঙে পড়েছে ১১ বছরের পুরনো একটি ৭৮৭-৮ ড্রিমলাইনার বোয়িং বিমান। বিমানটিতে প্রচুর পরিমাণে জ্বালানি মজুত ছিল। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। মোট ২৪২ জন যাত্রী ছিলেন ৭৮৭-৮ ড্রিমলাইনারে। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ২ জন পাইলট সহ মোট ১২ জন ক্রু মেম্বার। ২৪২ জনেরই মৃত্যু হয়েছে। চলছে উদ্ধারকার্য। বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানিনগরে দুর্ঘটনাটি ঘটে। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপালী ওই বিমানে ছিলেন। এই দুর্ঘটনার পর আহমেদাবাদের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।

দুর্ঘটনার খবর সামনে আসতেই বৃহস্পতিবার  প্রিমার্কেট সেশনে boeing সংস্থার শেয়ার মূল্য সাত শতাংশ হ্রাস পায়। ফলে এই মুহূর্তে বোয়িং শেয়ার যারা কিনে বসে রয়েছেন তাঁদের জন্য দুঃসংবাদ। বোরিং হলো একটি মার্কিন আন্তর্জাতিক সংস্থা। যেটি সারা বিশ্বের বিমান, রোটারক্রাফট, রকেট, স্যাটেলাইট এবং মিসাইল ডিজাইন নির্মাণ এবং বিক্রি করে। বৃহস্পতিবার আহমেদাবাদে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটিও ছিল একটি বোয়িং বিমান। এর মডেল ছিল boeing 787 ড্রিমলাইনার।

এই দুর্ঘটনার ফলে মার্কেট সেশনে বোয়িং সংস্থার শেয়ার মূল্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফ্রি সেশন মার্কেটে তথ্য অনুসারে বোয়িংয়ের শেয়ার ৬.৫৪% হ্রাস পেয়ে ২০০ ডলারে দাঁড়িয়েছে। বুধবার বোয়িংয়ের শেয়ারের দাম ২১৪ ডলারে এসে বন্ধ হয়ে যায়। যা ৫২ সপ্তাহের সর্বোচ্চ শেয়ার প্রতি ২১৮.৮ ডলারের সামান্য কম। এই কোম্পানিটির মোট মার্কেট ক্যাপিটাল ছিল ১৬১. ৩৬ বিলিয়ন ডলার। বোয়িং ইন্ডিয়া জানিয়েছে তারা এই তথ্য সম্পর্কে জানে। তারা এই বিষয়ে আরও খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অ্যামাজনের মাধ্যমে বিস্ফোরক সংগ্রহ করেছিল পুলওয়ামার হামলাকারীরা, বিস্ফোরক দাবি FATF-এর

ইয়েমেনে খুনের দায়ে কেরলের নার্স নিমিশা প্রিয়াকে ফাঁসি দেওয়া হবে ১৬ জুলাই

ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ