-273ºc,
Friday, 9th June, 2023 3:44 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার অবসান। শুক্রবার রাতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এক বৈঠকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। চার শতাংশ বাড়ায় কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মোট ডিএ প্রাপ্তি হবে মূল বেতনের (বেসিক) ৪২ শতাংশ। পয়লা জানুয়ারি থেকেই কার্যকর হবে ওই মহার্ঘ ভাতা। অর্থাৎ জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীদের বেতনে সংশোধিত ডিএ-র টাকা দেওয়া হবে। ফলস্বরূপ কর্মচারীদের দুই মাসের ডিএ বকেয়াও দেবে সরকার। মার্চ মাসের বেতনের সঙ্গেই মিলবে বকেয়া ডিএ।
প্রতি বছর দুই বার করে কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। গত বছর ২০২২ সালের ১ এপ্রিল ও ১ জুলাই ৩ ও ৪ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছিল। অর্থাৎ এক বছরে সাত শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের। চলতি বছরেও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কেন্দ্রের সরকারি চাকুরিজীবীদের ডিএ বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিতে এদিন রাতে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ওই বৈঠকেই ডিএ বৃদ্ধির সবুজসঙ্কেত দেওয়া হয়।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ নিয়ে দেশবাসীর নজর ঘোরাতে এদিন আচমকাই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়েছে। কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা করে কেন্দ্র। সিপিআই অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মহার্ঘ ভাতা চার দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু, যেহেতু কেন্দ্রীয় কর্মচারীদের রাউন্ড ফিগারে দেওয়া হয়, তাই চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে সূত্রের খবর। বাড়তি ডিএ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের খরচ হবে ১২ হাজার ৮১৫ কোটি টাকা। উপকৃত হবেন এক কোটি বর্তমান ও পেনশনভোগী সরকারি কর্মচারি।