নিজস্ব প্রতিনিধি, রায়পুর: রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোটের শেষ লগ্নে রক্ত ঝরল ছত্তিশগড়ে। মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের (আইটিবিপি) এক জওয়ান। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে গরিয়াবন্ধ জেলার বড়ে গোবরায়। নিহত জওয়ানের নাম জোগিন্দর সিং। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।
এদিন রাজ্যে দ্বিতীয় দফায় ৭০ বিধানসভা আসনে ভোট নেওয়া হয়। গত ৭ নভেম্বর প্রথম দফায় নকশাল অধ্যুষিত বস্তার ডিভিশন-সহ একাধিক জেলার ২০ আসনে ভোট নেওয়া হয়েছিল। অর্থাৎ রাজ্যের সব কয়টি আসনেই ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। শান্তিতেই মিটেছে ভোটপর্ব। এদিন ভোটগ্রহণ শেষে গরিয়াবন্ধে ডিস্ট্রিবিউশন সেন্টারে ফিরে আসছিলেন ভোট কর্মীরা। তাদের এবং ইভিএম পাহারায় ছিলেন আইটিবিপি’র জওয়ানরা। ফেরার পথে বড়ে গোবরা গ্রামের কাছে আইইডি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আইটিবিপির হেড কনস্টেবল জোগিন্দর সিং প্রাণ হারান। যদিও বাকি ভোট কর্মীরা অক্ষত রয়েছেন। রায়পুর রেঞ্জের আইজি আরিফ শেখ জানিয়েছেন, ‘বিস্ফোরণে আইটিবিপির জওয়ানের মৃত্যু হলেও ইভিএম ও বাকি ভোটকর্মীরা সুরক্ষিত রয়েছেন।’
অন্যদিকে, রাজ্যে দ্বিতীয় দফায় বিকেল পাঁচটা পর্যন্ত গড়ে ৬৭.৪৮ শতাংশ ভোট পড়েছে। তবে ভোটগ্রহণের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও একাধিক বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল পাঁচটার মধ্যে যারা বুথের লাইনে দাঁড়িয়েছেন, তাদের ভোট নেওয়া হবে। প্রত্যাশার তুলনায় কম ভোট পড়ায় খানিকটা হতাশ বিজেপি নেতৃত্ব।