এই মুহূর্তে




উপকূল জুড়ে ‘গুলাব’ সতর্কতা! সন্ধ্যায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়




 

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব উষ্ণায়নের জেরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে বঙ্গোপসাগর। আর তাতেই ঘনঘন ঘূর্ণিঝড় ও নিম্নচাপ চাপে ফেলছে বাংলা, ওড়িশার মানুষদের। আর সেই আশঙ্কা বাড়িয়েই হাজির হয়েছে বঙ্গোপসাগরের দ্বিতীয় ভয়াবহ ঘূর্ণিঝড় ‘গুলাব’। যা ক্রমশ ধেয়ে যাচ্ছে কালিঙ্গপত্তনমে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ সন্ধ্যা কিংবা রাতের মধ্যে ওড়িশার গোপালপুর থেকে কলিঙ্গপত্তনমের মধ্যে আছড়ে পড়ার কথা এই ঘূর্ণিঝড়ের। তাই সতর্ক প্রশাসন। ৭৫-৮৫ কিমি সর্বোচ্চ ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি নিয়ে ধেয়ে আসছে ‘গুলাব’। পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না সরাসরি ভাবে। কিন্তু উপকূলের এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে দিঘাতে। উপকূলের এলাকা থেকে সমস্ত মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে গুলাব অবস্থান করছে গোপালপুর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং কালিঙ্গপত্তনম থেকে ২৪০ কিলোমিটার পূর্বে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই সতর্কতা জারি রয়েছে। এমনিতেই সাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে, যা আগামী সোমবার গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরেই খেলা দেখাবে দক্ষিণবঙ্গে। গভীর নিম্নচাপটি বাংলাদেশ হয়ে সুন্দরবন এলাকা দিয়ে কলকাতায় ঢুকে ক্রমশ পশ্চিমের দিকে চলে যাবে। তাই আগামী মঙ্গলবার ভোর রাত থেকেই কমলা সতর্কতা জারি হয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে। হলুদ সতর্কতা জারি রয়েছে পশ্চিমের জেলা গুলিতে। রেকর্ড পরিমাণ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। একেই সাগরে সক্রিয় রয়েছে নিম্নচাপ। রয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তা। তাই বঙ্গে পুজোর আগে দুর্দিন নেমে আসছে।

গত সপ্তাহের বৃষ্টিতে এমনিতেই বানভাসি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। এর মাঝে বারবার নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত ধাক্কা দিচ্ছে বাংলার মানুষদের। রবি এবং সোমবার পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ২৮ এবং ২৯ তারিখ জারি করা হয়েছে কমলা সতর্কতা। এদিকে উত্তাল হতে পারে সমুদ্র। আর সেই জন্য সমস্ত স্থানীয় থানাগুলিকে সতর্ক করা হয়েছে। বিডিও অফিসগুলিকেও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আচমকাই বদলে গেল সময়, লক্ষ্মীবারে কখন শপথ দিল্লির মুখ্যমন্ত্রীর?

‘এর মগজ নোংরায় ভর্তি’, রণবীর এলাহবাদিয়াকে ভৎর্সনা সুপ্রিম কোর্টের

ছবি এঁকে মায়ের খুনিকে চিনিয়ে দিল একরত্তি মেয়ে, স্কেচ দেখে ঘুম উড়ল পুলিশের

‘শিক্ষিতরাই যদি…’ শ্বশুরবাড়ি থেকে পাওয়া পণের ৫,৫১,০০০ টাকা ফেরালেন পাত্র

পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার শাহের বিশ্বস্ত জ্ঞানেশ কুমার!

‘অহঙ্কার নিয়ে কাজ করবেন না’, মুখ্য নির্বাচন কমিশনার বাছাই নিয়ে মোদিকে খোঁচা রাহুলের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর