নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত কিষান মোর্চার ডাকা ভারত বনধের দিনেই মৃত্যু হল আন্দোলনকারী এক কৃষকের। হরিয়ানার সিঙ্ঘু সীমান্তের কাছে কৃষক সংগঠনের একটি বড় দল যখন বিক্ষোভ প্রদর্শন করছিলেন তখনই হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন বছর ৫৪-এর এক কৃষক। তাঁকে নিকটবর্তী হাসাপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই কৃষকের। ইতিমধ্যেই মৃত ওই কৃষকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে এই ভারত বনধের জেরে প্রায় ২৫টি ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল। জানা গিয়েছে সোমবার সকাল ৬টায় বনধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লি, পঞ্জাব, হরিয়ানার একাধিক রেল লাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা। ফলে একাধিক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে দিল্লি থেকে অমৃতসর, মোগা, কাটরা যাওয়ার একাধিক ট্রেনের যাত্রাপথ এই বনধের কারণে বিঘ্নিত হয়েছে। শুধুমাত্র দিল্লিতেই প্রায় ২০টি জায়গায় রেলপথ অবরোধ চলছে। বাতিল করা হয়েছে দিল্লি-পঞ্চকোট, কালকা-শতাব্দীর মতো একাধিক ট্রেন।