এই মুহূর্তে

‘এক দেশ, এক ভোট’ নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক, ১৮ হাজার পাতার নথি পেলেন সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বহুল চর্চিত ‘এক দেশ, এক ভোট’ নিয়ে বুধবার (৮ জানুয়ারি) যৌথ সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথম বৈঠকেই কমিটির সদস্যদের নীল রংয়ের স্যুটকেস ভর্তি করে নথিপত্র দেওয়া হয়। স্যুটকেসের ভিতরে ১৮ হাজার পাতার নথি রয়েছে। ওই বিপুল পরিমাণ নথি পেয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় কমিটির সদস্যদের। অনেকেই মজা করে বলেছেন, ‘যাক নতুন একটা স্যুটকেস পাওয়া গেল। ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে।’ যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠকেই কংগ্রেসের তরফে প্রিয়াঙ্কা গান্ধি ‘এক দেশ, এক ভোট’ বিলের বিরোধিতায় সরব হন।

২০১৪ সালে প্রথম বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই নরেন্দ্র মোদি ‘এক দেশ এক ভোট’ তত্ত্ব সামনে এনেছিলেন। লোকসভা ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা ভোট সেরে ফেলার পিছনে প্রধানমন্ত্রীর যুক্তি হল, এতে নির্বাচনের খরচ কমবে। একটি ভোটার তালিকাতেই দু’টি নির্বাচন হওয়ায় সরকারি কর্মীদের তালিকা তৈরির কাজের চাপ কমবে। ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বার বার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না। মোদির ওই সিদ্ধান্তকে খুল্লামখুল্লা সমর্থন জানিয়েছিল নীতি আয়োগ, আইন কমিশন, নির্বাচন কমিশনে বসা ‘আজ্ঞাবহ ভৃত্য’রা।  যদিও মোদির ‘এক দেশ এক ভোট’ নীতির বিরোধিতায় সরব দেশের প্রধান বিরোধী দলগুলি। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ একাধিক দলের পক্ষ থেকে ‘এক দেশ এক ভোট’ পদ্ধতির সমালোচনায় করা হয়েছে। বিরোধী দলগুলির নেতৃত্বের অভিযোগ, ‘এই নীতি নিয়ে ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে বিজেপি সরকার। কার্যত দেশে যাতে বিরোধী দল বলে আর কিছু অবশিষ্ট না থাকে তা নিশ্চিত করে একনায়কতন্ত্র চালুর চেষ্টা করছেন ক্ষমতালোভী হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী মোদি।

গত ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে ‘এক দেশ, এক ভোট’ নিয়ে বিল পেশ করেছিল শাসক শিবির। তবে বিলের পক্ষে প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সাংসদের সমর্থন মেলেনি। এর পরেই বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যসভা ও লোকসভার ৩৯ সদস্যকে নিয়ে গঠিত হয় যৌথ সংসদীয় কমিটি। এদিন কমিটির প্রথম বৈঠকেই আইন মন্ত্রকের তরফে সদস্যদের হাতে একটি নীল রংয়ের স্যুটকেস ও কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সদস্য তথা আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) ওই স্যুটকেসের ছবি দিয়ে লিখেছেন, ‘আজ এক দেশ, এক ভোট’ নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক ছিল। বৈঠকে কয়েক হাজার পৃষ্ঠা নথি পেয়েছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সইফের হামলাকারীর নয়া ছবি প্রকাশ্যে, হামলার পরেই বদলে নিয়েছিল পোশাক

Mahakumbh: প্রসাদী পান খেলেই মুক্তি ১৩ মারণ রোগ থেকে! কুম্ভে শোরগোল ফেলে দিয়েছেন ‘পান বাবা’

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে ১২ ভারতীয়র মৃত্যু, নিখোঁজ ১৬, জানাল বিদেশ মন্ত্রক

শিক্ষক নিয়োগে দুর্নীতি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াচ্ছেন পাকিস্তানি মহিলা!

মদ থেকে আইসক্রিম-জামাইকে ৬৩০ পদ দিয়ে আপ্যায়ন শ্বশুরের

দিল্লিতে মহিলাদের পর এবার পড়ুয়াদের জন্য বাস ভাড়া মকুবের ঘোষণা কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর