এই মুহূর্তে




নায়িকা বানানোর টোপ দিয়ে মহিলাকে গণধর্ষণ! হরিয়ানার বিজেপি সভাপতির বিরুদ্ধে FIR




নিজস্ব প্রতিনিধি, সিমলা: নায়িকা বানানোর টোপ দিয়ে হোটেলের রুমে ডেকে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বাডোলির বিরুদ্ধে। নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে হিমাচল প্রদেশের কসৌলি থানার পুলিশ হরিয়ানার বিজেপি সভাপতি ও তার এক সঙ্গীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৭৬ডি ও ৫০৬ ধারায় মামলা রুজু করেছে। ওই মামলা রুজুর ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা গণধর্ষণের অভিযোগ অস্বীকার করে হরিয়ানার বিজেপি সভাপতি বলেছেন, ‘চরিত্রহননের জন্যই ওই অভিযোগ আনা হয়েছে।’ ইতিমধ্যেই সমনাজমাধ্যমে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়া এফআইআরের কপি ভাইরাল হয়ে গিয়েছে।

হিমাচল প্রদেশের কসৌলি থানায় দায়ের করা অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, ‘২০২৩ সালের ৩ জুলাই এক বন্ধু ও নিয়োগ কর্তার সঙ্গে হিমাচলে ঘুরতে গিয়েছিলাম। রাত কাটাতে কসৌলির এক হোটেলে উঠেছিলাম। ওই হোটেলেই আলাপ হয়েছিল হরিয়ানার বিজেপি নেতা মোহন বাডোলি ও গায়ক রকি মিত্তল ওরফে জয় ভগবানের সঙ্গে। ওই আলাপের পরেই শিল্পী জয় ভগবান নায়িকা বানিয়ে দেওয়ার প্রলোভন দেখান। পাশাপাশি মোহন বাডোলি সরকারি চাকরি পাইয়ে দেবেন বলে আশ্বাস দেন। দুজনের সঙ্গে হোটেলের রুমে গল্পগুজব করছিলাম। ওই সময়েই জোর করে  নেশার মাদক মেশানো পানীয় পান করতে বাধ্য করা হয়। ওই পানীয় পান করার পরেই নেশাচ্ছন্ন হয়ে পড়ি। সেই সুযোগে বিজেপি নেতা ও তার সঙ্গী ধর্ষণ করে। এমনকি ওই ন্যক্কারজনক ঘটনা ক্যামেরাবন্দিও করে। ওই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন দুই অভিযুক্ত। ধর্ষণের ঘটনা নিয়ে মুখ খুললে প্রাণে মারা হবে বলেও ধমকি দেন।’

নির্যাতিতার অভিযোগ, ‘মাস দুয়েক আগে গায়ক জয় ভগবান তাঁকে পাঁচকুলার বাড়িতে ডাকেন। সেখানে তাকে ধর্ষণের ঘটনা নিয়ে মুখ খুললে মিথ্যা মামলায় ফাঁসানো হবে বলে ফের হুমকি দেন।’ যদিও ওই হুমকিতে ভয় না পেয়ে গত ১৩ ডিসেম্বর হিমাচলের কসৌলি থানায় হরিয়ানার বিজেপি সভাপতি মোহন বাডোলি ও তাঁর সঙ্গী জয় ভগবানের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করেন।’ তাঁর বিরুদ্ধে ওঠা গণধর্ষণের অভিযোগ ডাহা মিথ্যা বলে জানিয়েছেন সঙ্গীতশিল্পী রকি মিত্তল ওরফে জয় ভগবান। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘গত সেপ্টেম্বর মাস থেকে হরিয়ানার বিজেপি সভাপতিকে ফাঁসানোর জন্য আমার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। অভিযোগকারিনীর সঙ্গে কসৌলিতে হোটেলে দেখা হয়েছিল সত্যি। কিন্তু গণধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। দুজনকে ফাঁসাতেই এমন চক্রান্ত হয়েছে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জন্মদিনই মৃত্যুদিন, বন্ধুদের জন্যে কেক কিনে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু যুবকের

অপরাজিতা বিল দ্রুত কার্যকরের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

চিকি‍ৎসকের কীর্তি, চোরদের নিয়ে দল গড়ে ১৪০ দামী গাড়ি চুরি, অবশেষে পাকড়াও

প্রেমিকাকে নিয়েই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ঋষভ পন্থের জীবন বাঁচানো পরিত্রাতার

মোবাইল ব্যবহার নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা, রাগের বশে ২০ তলা থেকে ঝাঁপ নাবালিকার

ক্লাসরুমেই পালন জন্মদিন, অধ্যাপিকার উপস্থিতিতে ছুটল বিয়ারের ফোয়ারা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর