নিজস্ব প্রতিনিধিঃ বিশাখাপত্তনমের ফিশিং হারবার বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড । ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ২৫টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ আসে ঘটনাস্থলে। দমকলের একাধিক ইঞ্জিনের বহু চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে প্রতিটি নৌকার দাম প্রায় ১৫ লক্ষ টাকা করে। এই অগ্নিকাণ্ডের জেরে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে ৪-৫ কোটি টাকা।
বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার রবি শঙ্কর জানিয়েছেন, গভীর রাতে একটি মাছ ধরার নৌকায় আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, ‘আগুন যাতে অন্য নৌকার মধ্যে ছড়িয়ে না পড়ে সেইজন্য ওই নৌকাটিকে কেটে নদীতে পাঠানো হয়। কিন্তু বাতাস এবং জলের স্রোতের কারণে সেই নৌকাটি ফের জেটিতে ফিরে আসে। এরপরেই ২৫টি মাছ ধরার নৌকায় ছড়িয়ে পড়ে আগুন।’
পুলিশ কর্মকর্তা বলেন, নৌকায় থাকা ডিজেল কন্টেইনার ও গ্যাস সিলিন্ডারের জন্যই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জেলেদের ধারণা, কেউ এই নৌকাগুলিতে ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে। প্রসঙ্গত, বন্দর থেকে পাওয়া মর্মান্তিক দৃশ্যে দেখা গিয়েছে, জেলেরা অসহায়ভাবে আগুনের দিকে তাকিয়ে আছেন এবং দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এই পুরো ঘটনার জেরে বন্দর এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে এই অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ বাহিনী।