31ºc, Haze
Saturday, 21st May, 2022 7:15 am
নিজস্ব প্রতিনিধি, জম্মু: এক ভয়াবহ ঘটনার সাক্ষী উপত্যকা। সরকারি অফিসে ঢুকে দুই সন্ত্রাসবাদী এক কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে হামলা চালিয়ে নিশ্চিন্তে বেরিয়ে গেল। গুরুতর জখম অবস্থায় ওই কাশ্মীরি পণ্ডিতকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম রাহুল ভাট। হামলার ঘটনাটি ঘটেছে, মধ্য কাশ্মীরে ছাদোরা গ্রামে তহশিলদারের অফিসে।
কাশ্মীর পুলিশের তরফ থেকে এই হামলার খবর দিতে গিয়ে বলা হয়েছে,’বদগাম জেলায় তহশিলদারের দফতের দুই সশস্ত্র জঙ্গি ঢুকে পড়ে এক কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় গুরুতর জখম হয়েছেন। রাহুল ভাট নামে এক কাশ্মীর পণ্ডিত। গুরুতর জখম অবস্থায় তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। কিন্তু চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন।’ জঙ্গিদের খুঁজে শুরু হয়েছে তল্লাশি। হামলার কড়া নিন্দা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। তিনি বলেন, মোদি সরকারের আমলে সংখ্যালঘুরা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশের নানা প্রান্তে সংখ্যালঘুদের ওপর একাধিক নির্যাতনের ঘটনা ঘটেছে।‘জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন কংগ্রেস নেতা অশ্বিনী হান্ডা। এর আগেও উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের নিশানা বানিয়েছিল জঙ্গিরা।
গত বছর অক্টোবরজুড়ে উপত্যকায় বেশ কয়েকজন কাশ্মীরি জঙ্গিদের বেঘোরে মরতে হয়েছে। গত ৫ অক্টোবর শ্রীগরের বিখ্যাত ওষুধের দোকানের মালিক মাখান লাল বিন্দ্রু খুন হন। বীরেন্দর পাসওয়ান নামে এক ফল বিক্রেতাকে দিনের বেলায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারে জঙ্গিরা।
আরও পডু়ন জম্মু-কাশ্মীরে সাফল্য বাহিনীর, নিকেশ ছয় জঙ্গি