এই মুহূর্তে




বিপাকে পড়ে ইন্ডিগোর বড় ঘোষণা! ক্ষতিপূরণ ও ট্রাভেল ভাউচার হিসেবে যাত্রীদের মিলবে ২০,০০০ টাকার সুবিধা

নিজস্ব প্রতিনিধিঃ দিন কয়েক ধরেই ইন্ডিগো বিমান নিয়ে নাজেহাল যাত্রীরা, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ভোগান্তিতে পড়া যাত্রীরা। কারণ গত ৩, ৪ এবং ৫ ডিসেম্বর বাতিল হয়েছে ইন্ডিগোর বিপুল সংখ্যক বিমান। এছাড়া একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়েনি, তাতে বিলম্ব হয়েছে। যার ফলে স্বাভাবিক ভাবেই ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। বিভিন্ন বিমানবন্দরে যাত্রীরা বিক্ষোভ দেখিয়েছেন। এবার যাত্রীদের ক্ষোভ কমাতে বড় ঘোষণা করল ইন্ডিগো বিমান সংস্থা। শত শত ইন্ডিগো ফ্লাইট বাতিলের ফলে উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক ক্ষতিও হয়েছে। যে কারণে বেসামরিক বিমান চলাচল অধিদফতর (DGCA) ইন্ডিগো বিমান সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিয়েছে। চাপের মুখে পড়ে এবার ইন্ডিগো বিমান সংস্থা বড় ঘোষণা করল।

একটি বিবৃতি জারি করে সংস্থাটি জানিয়েছে, যে সকল যাত্রীরা বিমান বিভ্রাটের শিকার হয়েছেন, সেই সকল ক্ষতিগ্রস্ত যাত্রীরা সরকারি নিয়ম অনুসারে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। এছাড়া সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত যাত্রীরা ১০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভ্রমণ ভাউচার পাবেন। বিমান সংস্থার এই ঘোষণা ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য একটি উল্লেখযোগ্য স্বস্তি বলে মনে করা হচ্ছে। যাঁদের বিমান বাতিলের জন্যে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করা হয়েছিল এবং গুরুতর অসুবিধার সম্মুখীন হয়েছিল। তাঁদের এবার বিশেষ সুবিধা দিতে চলেছে বিমান সংস্থাটি। এই ভ্রমণ ভাউচারের বৈশিষ্ট্য হল, এর মেয়াদ থাকবে ১২ মাস। অর্থাৎ পরবর্তী ১২ মাসের মধ্যে যেকোনও সময়ে যাত্রীরা এই ভাউচারটি ভারতের মধ্যে যেকোনও ইন্ডিগো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য রিডিম করতে পারবেন।

ইন্ডিগো জানিয়েছে যে, যেসব যাত্রীদের বিমান বাতিলের কারণে ভ্রমণপথ একাধিকবার পরিবর্তন করতে হয়েছে, অর্থাৎ যাদের ফ্লাইট বারবার পুনঃনির্ধারণ করতে হয়েছে, অথবা যারা বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষার সম্মুখীন হয়েছেন, তাদের এই ১০,০০০ টাকার ভ্রমণ ভাউচারটি প্রদান করা হবে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত যাত্রীদের মেইলে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে যাত্রীদের এই সমস্যা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল বিমান সংস্থাটি। ক্ষমা চেয়ে জানিয়েছিল, ‘বেসামরিক বিমান চলাচল অধিদফতর (DGCA) কর্তৃক নির্ধারিত নির্দেশিকা অনুসারে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। তবে এই ক্ষতিপূরণের পরিমাণ বিমানের দূরত্ব, টিকিটের শ্রেণী এবং যাত্রীর অসুবিধার উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে। বাতিল হওয়া ফ্লাইটের কারণে যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি আর না ঘটে তার চেষ্টা করা হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোয়া অগ্নিকাণ্ড: জোর ধাক্কা নৈশক্লাবের মালিক লুথরা ভাইদের, জামিন আর্জি খারিজ

দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদকে শর্তসাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট

ছয় রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি কমিশনের, তালিকায় কি বাংলা রয়েছে?

‘পকেট থেকে হাত তুলুন’, কেন্দ্রীয় মন্ত্রীকে শিষ্টাচার পাঠ লোকসভার স্পিকারের

‘‌২০২৯ সালের আগেই কেন্দ্রের সরকার পড়ে যাবে’‌, নদিয়া থেকে বড় ভবিষ্যদ্বাণী মমতার

মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন, ইঞ্জিনিয়ারিং ছাত্রের হত্যাকাণ্ডে তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ