এই মুহূর্তে




জমি বিরোধ নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ, গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী কৃষক

নিজস্ব প্রতিনিধি: কৃষিজ পণ্যের উপযুক্ত দাম না পাওয়ার অভিযোগ রয়েছে বহু দিন থেকেই। কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে বাড়ে বাড়ে বলা হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই বারবার দাবি করেছে কৃষক সংগঠনগুলি। এই আবহেই বুধবার কর্ণাটকের মান্ড্যায় এক কৃষক নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। জমি বিরোধ নিয়ে সরকারের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি আত্মহত্যা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার মান্ড্যা জেলা প্রশাসন অফিসের বাইরে মাঞ্জেগৌড়া নামে ওই কৃষক নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা এবং পুলিশ দ্রুত আগুন নেভান এবং মাঞ্জেগৌড়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হয়নি শেষ রক্ষা। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পিছনে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মাঞ্জেগৌড়া মৃত্যুর আগে জানয়েছিলেন, তাঁর খামারটি একটি বনের সংলগ্ন ছিল এবং রাজ্য বন বিভাগ জমির মালিকানা দাবি করে আসছিল। সরকার তাঁর জমিতে তাঁকে চাষাবাদ করতে বাধা দিচ্ছিল এবং ক্ষতিপূরণ দিচ্ছিল না বলেই অভিযোগ করেন।

জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, মাঞ্জেগৌড়া ১৮ অক্টোবর তহসিলদারের কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন, যেখানে তিনি জানান যে তিনি ব্যাংক ঋণ নিয়েছেন। সেখান তিনি বনভূমি দখল এবং তিনজন স্থানীয় ব্যক্তির দ্বারা হয়রানির অভিযোগের কথাও উল্লেখ করেছিলেন। এত আবেদনের পরেও সরকারের নিষ্ক্রিয়তার কারণে, মাঞ্জেগৌড়া নিজের গায়ে পেট্রোল ঢেলে জেলা প্রশাসনের অফিসের বাইরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। মান্ড্যের ডেপুটি কমিশনার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। কর্ণাটকের বনমন্ত্রী ঈশ্বর খান্দ্রে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গেই তিনি তদন্ত সম্পর্কে রিপোর্ট চেয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্দোষ ৪ জন! দিল্লি বিস্ফোরণ মামলায় ধৃত তিন চিকিৎসক ও দিনাজপুরের নিশারকে মুক্তি দিল NIA

লালুর পরিবার ভেঙে চুরমার, রোহিনীর পর পটনার বাড়ি ছাড়লেন আরজেডি সুপ্রিমোর ৩ কন্যা

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

‘SIR-এর অতিরিক্ত কাজের চাপ’, এবার বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল কেরলে

জন্মদিন খেয়ে গাড়ি করে বাড়ি ফিরছিলেন ৫ বন্ধু, কিন্তু মাঝপথেই ভয়াবহ দুর্ঘটনা, সব শেষ…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ