এই মুহূর্তে




রাজস্থানের উদয়পুরে চিতাবাঘের হামলায় ১০ দিনে ৬ জনের মৃত্যু




নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে একের পর এক পশুদের হামলার ঘটনা সামনে আসছে। উত্তরপ্রদেশে নেকড়ের হামলায় জনজীবন বিপন্ন। ইতিমধ্যেই নেকড়ের শিকার হয়েছে অসংখ্য। আর নেকড়ে বাহিনীর এমন হিংসাত্মক আক্রমণ রুখতে ‘ভেড়ি অভিযান’ শুরু করেছে যোগী সরকার। এমন পরিস্থিতিতে এবার চিতাবাঘের ভয়ে জনজীবন কঠিন হয়ে পড়েছে রাজস্থানের উদয়পুরের বাসিন্দাদের। জানা গিয়েছে, গত ১০ দিনে চিতাবাঘের হানায় উদয়পুরে ৬ জনের মৃত্যু হয়েছে। এবং ছয় দিনে চারটি চিতাবাঘকে ধরাও হয়েছে। রবিবার সকালে গোগুন্দা এলাকার বাগদাদা গ্রামে চতুর্থ চিতাবাঘটি ধরা পড়েছে। যেখানে এক সপ্তাহ আগে একটি মাঠে ষাঁড়কে শিকার করেছিল ওই চিতাবাঘ। অবশেষে বনদফতরের প্রচেষ্টায় ধরা পড়েছে সেই চিতা।

আজ রবিবার সকাল ৬টায় গ্রামের সরপঞ্চ গণেশলাল সহ ৪-৫ জন গ্রামবাসী চিতাবাঘটিকে খাঁচায় বন্দী অবস্থায় দেখতে পেয়েই বন দফতরের আধিকারিকদের খবর দেন, তাঁরা এসে বাঘটিকে সজ্জনগড় বায়োলজিক্যাল পার্কে নিয়ে যান। এর আগে, ২৩ সেপ্টেম্বর রাতে ছলি গ্রাম পঞ্চায়েতের উমরিয়া গ্রামে দুটি পৃথক খাঁচায় দুটি চিতাবাঘ ধরা পড়েছিল। একই সময়ে, ২৭ সেপ্টেম্বর গভীর রাতে, মাজাবাদ গ্রাম পঞ্চায়েতের কুদাউ গ্রামের ভিল বসতির কাছে একটি খাঁচায় একটি চিতাবাঘ ধরা পড়ে। এ বিষয়ে ছলির সরপঞ্চ গণেশলাল জানান, ‘যে জায়গায় খাঁচা বসানো হয়েছে সেখান থেকে তার বাড়ি প্রায় ৪০০ মিটার দূরে। রাত ১টার দিকে চিতাবাঘের শব্দ শোনা যায়। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। রাতে খাঁচার কাছে দুটি চিতাবাঘের নিজেদের মধ্যে মারামারির শব্দ শোনা যায়।

এরপরেই তাঁরা খাঁচায় ধরা পড়ে। এই এলাকায় কয়েকদিন ধরেই মানুষের উপর চিতাবাঘের আক্রমণের সংখ্যা বাড়ছিল, যা রীতিমতো উদ্বেগজনক কারণ হয়ে উঠেছিল। আমরা এখন প্রশাসন ও বন বিভাগের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব।’ এর আগে (শনিবার) সন্ধ্যায় গুদা গ্রামে গবাদি পশুর চড়াতে যাওয়া গাটু বাইকে (৫৫) চিতাবাঘ মেরে ফেলেছিল। সেদিন গভীর রাত পর্যন্ত বন দফতর গ্রামে খাঁচা না বসানো এবং আধিকারিকরা ঘটনাস্থলে না আসায় ক্ষুব্ধ হয়েছিল গ্রামবাসীরা। নিহত মহিলার ক্ষুব্ধ পরিবারের সদস্যরা শতাধিক গ্রামবাসীর সঙ্গে লাশ রাস্তায় নিয়ে ধর্নায় বসেছিল এবং রাত ২টা পর্যন্ত বিক্ষোভ চলেছিল। এরপর গোগুন্ডা থানার পুলিশ এবং তহসিলদার কৈলাশ ইনানিয়া ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের বুঝিয়ে দেন। তখনই বিষয়টি শান্ত হয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরপ্রদেশের মেডিক্যাল কলেজে সন্দেহজনক অবস্থায় মিলল ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ

Chennai Air Show Tragedy: বায়ু সেনার প্রদর্শনী দেখতে গিয়ে শ্বাসরোধ হয়ে ৩ জনের মৃত্যু , অসুস্থ ২০০- র বেশি

সর্বনাশ! শবরীমালার প্রসাদে মিলল উচ্চ মাত্রার পোকামাকড় মারার বিষ

বিজেপির হয়ে প্রচারে রাজি কেজরিওয়াল, তবে শর্ত দিলেন মোদিকে

পুজোর মুখেই ভোপাল থেকে উদ্ধার ১৮০০ কোটির মাদক

রামের ভূমিকায় অভিনয় করতে গিয়ে হার্ট অ্যাটাক, তৎক্ষণাৎ মৃত্যু অভিনেতার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর