এই মুহূর্তে




Mahakumbh: ব্রিটিশ জমানায় কুম্ভে স্নান করতে কত টাকা কর দিতে হত জানেন?




নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: গোটা বিশ্বে ছড়িয়ে থাকা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কুম্ভমেলা এক ধর্মীয় আবেগ। সঙ্গমে স্নান করতে লক্ষ-লক্ষ টাকা খরচ করে উড়ে আসেন পূণ্য লোভাতুর হিন্দুরা। স্নান পর্ব উপলক্ষে এক মহামিলন ক্ষেত্রে পরিণত মেলা চত্বর। আজ ইচ্ছে হলেই পূণ্য লোভাতুর হিন্দুরা ডুব দিতে পারেন গঙ্গায়। কিন্তু জানেন কী, ব্রিটিশ জমানায় এই সুযোগই ছিল না। বরং মেলাকে নেটিভদের  শোষনের এক হাতিয়ার হিসাবে ব্যবহার করত অসভ্য ও অত্যাচারিত জাতি হিসাবে পরিচি ব্রিটিশরা। স্নান করার জন্য প্রত্যেক পূণ্যার্থীর কাছ থেকে ১৩০ বছর আগে এক টাকা করে কর আদায় করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুধু স্নান করার জন্যই নয়, এমনকি মস্তকমুণ্ডন বাবদ আয়ের জন্য কর-ও দিতে হত নাই (নাপিত)সম্প্রদায়কে।

খোদ ব্রিটিশ ভূ-পর্যটক ফেনি পার্কস তাঁর এক বইয়ে কুম্ভ মেলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেওসা নিয়ে চমকে ওঠার মতো তথ্য প্রকাশ করেছেন। বইতে তিনি লিখেছেন, ‘১৭৬৫ সালে এলাহাবাদের (বর্তমান প্রয়াগরাজ) অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে এসেছিল। যদিও ১৮০১ সালে আনুষ্ঠানিকভাবে এলাহাবাদ শাসন শুরু করেছিল বেনিয়া সংস্থাটি। শুরুর দিকে সুষ্ঠভাবে মেলা আয়োজন করতে হিমশিম খাচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তারা। পরে মেলাকে বেওসা হিসাবেই দেখতে শুরু করে। কুম্ভ মেলায় পূণ্যার্থীদের উপচে পড়া ভিড় দেখে কু-বুদ্ধি মাথায় খেল যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদস্থ আধিকারিকদের। স্নানরত তীর্থযাত্রীদের কাছ থেকে ১ টাকা করে কর আদায়ের সিদ্ধান্ত নেন। ‘’কুম্ভ কর’ নামেই পরিচিত ছিল ওই জবরদস্তি টাকা আদায়। ওই সময়ে দিন রাত পরিশ্রম করে দৈনিক ১০ টাকা আয় করতে হিমশিম খেতেন সাধারণ মানুষ। এক টাকা কর দিতে গিয়ে চোখে সর্ষেফুল দেখতেন অনেক পূণ্যার্থী। কুম্ভে স্নান করার পাশাপাশি মস্তকমুণ্ডনও এক রীতি হয়ে দাঁড়িয়েছেন। হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে পয়সা উপার্জনের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল ব্রিটিশ শাসকরা। ১৮৭০ সালে কুম্ভে ৩০০০ সেলুন বা অস্থায়ী নাই কেন্দ্র খোলা হয়েছিল। ওই নাই কেন্দ্র থেকে আয় হয়েছিল ৪২ হাজার টাকা। তার মধ্যে এক চতুর্তাংশ এসেছিল নাপিতদের কাছ থেকে। প্রত্যেক নাই-য়ের কাছ থেকে ৪ টাকা করে কর আদায় করা হয়েছিল। অর্থা‍ৎ ১২ হাজার টাকা কর আদায় হয়েছিল শুধু নাইদের কাছ থেকে।’

সাংবাদিক-লেখক ধনঞ্জয় চোপড়া ‘ভারত মে কুম্ভ’ বইতে লিখেছেন, ‘প্রয়াগরাজে থাকা লেখ্যাগারের নথিপত্র ঘেঁটে কুম্ভ মেলা বাবদ ইংরেজদের আয়-ব্যয়ের চমকপ্রদ হিসাব পাওয়া গিয়েছে। ১৮৮২ সালে অনুষ্ঠিত কুম্ভ মেলা আয়োজন করতে ২০ হাজার ২২৮ টাকা খরচ হয়েছিল। অথচ আয় হয়েছিল ৪৯ হাজার ৮৪০ টাকা। অর্থা‍ৎ ১৩৬ বছর আগে কুম্ভ মেলার আয়োজন করে ২৯ হাজার ৬১২ টাকা লাভ করেছিল ব্রিটিশরা।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্ঘটনায় নিহত ছেলের অঙ্গদান করে ছয়জনকে নতুন জীবন দিলেন সেনা জওয়ান

অনলাইন জুয়ায় ৮০ লক্ষ টাকা খুঁইয়ে দেনার দায়ে আত্মঘাতী দম্পতি

মহারাষ্ট্রে মহায়ুতিতে মহা ফাটল, বিজেপির সঙ্গে দুরত্ব বাড়ছে একনাথ শিন্ডের

কুম্ভে না গিয়েই স্নানের পূণ্যলাভ করতে চান? আপনার ছবি ডুব দেবে ত্রিবেণী সঙ্গমে

‘৬ মাসের মধ্যেই মহিলাদের জন্য আসছে ক্যান্সারের টিকা’ সুখবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী

আচমকাই বদলে গেল সময়, লক্ষ্মীবারে কখন শপথ দিল্লির মুখ্যমন্ত্রীর?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর