এই মুহূর্তে




মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে মহা জট, ফড়নবিশকে জরুরি তলব দিল্লিতে




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভার ফলাফল প্রকাশিত হওয়ার পরে ৯৬ ঘন্টা অতিবাহিত হতে চলল। তবুও বুধবার (২৭ নভেম্বর) পর্যন্ত স্পষ্ট নয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের পদ নিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে বিজেপির স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। আর ওই স্নায়ুযুদ্ধে কোনও পক্ষই নিজেদের অবস্থান থেকে পিছু হঠতে রাজি নয়। উল্টে দুই শিবিরের নেতারাই লাগাতার বিবৃতি দিয়ে চলেছেন। তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্যে জরুরি অবস্থা জারির জন্য রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের কাছে আর্জি জানিয়েছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা।

তবে মুখ্যমন্ত্রী পদ নিয়ে জটিলতা কাটাতে উদ্যোগী হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই দিল্লিতে জরুরি তলব করা হয়েছে বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার দেবেন্দ্র ফড়নবিশকে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি জানাবেন তিনি।

অন্যদিকে, মহায়ুতি জোটের অন্যতম শরিক শিবসেনার সুপ্রিমো তথা বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। এ ক্ষেত্রে দেবেন্দ্র ফড়নবিশের উদাহরণও দিয়েছেন। যদিও উপমুখ্যমন্ত্রী পদ নিতে রাজি না হওয়ার কথা বিজেপি শীর্ষ নেতৃত্বকে উপমুখ্যমন্ত্রিত্ব না নেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিন্ডে। এদিন শিবসেনার মুখপাত্র সঞ্জয় শিরসাত স্পষ্ট জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসাবে একনাথ শিন্ডেকে সামনে রেখেই বিধানসভা ভোটে লড়েছিল মহায়ুতি। তাই জোটের অপ্রত্যাশিত ফলাফলের কৃতিত্ব তাঁর। সেই কারণে মুখ্যমন্ত্রী পদে ফের শিন্ডেই সবচেয়ে যোগ্য। যিনি রাজ্যের এক নম্বর পদে আসীন ছিলেন, তাঁকে দ্বিতীয় পদে বসানোর প্রস্তাব অসম্মানজনক। ওই প্রস্তাব মানার প্রশ্নই ওঠে না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হোটেল- রেস্তোরাঁ ও প্রকাশ্য গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা অসমে

রণে ক্ষান্ত দিয়ে বৃহস্পতিতে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিন্ডে

অপহরণ করা হয়েছিল সুনীলকে, এখন কেমন আছেন অভিনেতা?

বাঁদর ছানার কাণ্ড, এক লাফে উঠে বসল শশী থারুরের কোলে, তার পর …

বসা নিয়ে মহিলা যাত্রীদের মধ্যে বচসা-হাতাহাতি, ৪ মাসে মেট্রোর হেল্পলাইনে ২.৫ লক্ষ  ফোন

দু’মাসে দুই বিয়ে, তরুণী স্ত্রীর সঙ্গে থাকার জন্যে থানার মধ্যেই দুই স্বামীর বিবাদ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর