এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নামে যোগী, কাজে ভোগী, ওঁকে ভোট নয়! আক্রমণ মমতার

নিজস্ব প্রতিনিধি: যোগী রাজ্যে দাঁড়িয়ে এর আগে কেউ যোগীকে এতটা তীব্র আক্রমণ করেছেন কিনা সেটা উত্তর প্রদেশের?(Uttar Pradesh) মানুষ বৃহস্পতিবার দুপুর থেকে ভাবতে বসতে বাধ্য হলেন। সৌজন্যে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। অখিলেশ যাদবের(Akhilesh Yadav) সমাজবাদী পার্টির প্রার্থীদের সমর্থনে বারাণসীতে(Varanasi) প্রচারে গিয়ে মমতা এদিন যে সভা করলেন সেই সভা কার্যত ভিড়ে ছয়লাপ ছিল আগে থেকেই। এদিনের সভায় প্রধান আকর্ষণ ও বক্তা ছিলেন তিনিই। সেই কারণে অখিলেশ নিজেও এদিন সেভাবে বেশি কথা বলেননি। ‘দিদি’ মমতাকে ছেড়ে দিয়েছেন মঞ্চ। আর সেই মঞ্চ থেকেই বাংলার অগ্নিকন্যা একের পর এক অগ্নিবাণ নিক্ষেপ করে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে। তাঁর ভাষণে যত আগুন ঝরেছে বারাণসীর জনতা ততই গলা মিলিয়ে তাঁর সঙ্গে সায় দিয়েছেন। সেই সভা থেকেই মমতার ডাক, ‘নামে যোগী, কাজে ভোগী, ওঁকে ভোট নয়।’

গত বছর একাধিকবার দেখা গিয়েছে যোগী প্রশাসন নিজেদের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের করা একের পর এক কাজ তুলে ধরেছেন বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের করা কাজ বলে। কিন্তু তা নিয়ে শোরগোল পড়ে যেতেই সেই সব বিজ্ঞাপন সরে যেতে বেশি সময় লাগেনি। সেই প্রসঙ্গে না গিয়েও মমতা এদিন যেভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে(Yogi Adityanath) আক্রমণ করেছেন তা কার্যত যোগীর রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। এদিনের সভা থেকে যোগীকে আক্রমণ করে মমতা বলেন, ‘যোগী নিজেকে সাধু বলেন কিন্তু যোগী সাধু নন। কেউ নিজেকে সাধু বললেই সাধু হয়ে যান না। নামে যোগী কাজে ভোগী। ওকে ভোট নয়। যোগীকে ভোট দিলে কিছু হবে না খালি গুণ্ডারাজ বাড়বে। বাংলায় আমরা বহু সামাজিক প্রকল্প করেছি। উত্তরপ্রদেশের উন্নয়নে যোগী কিছুই করেনি। যোগী আদিত্যনাথ যোগী নন ভোগী। উত্তরপ্রদেশে যোগী সরকার বদলে দিন। উত্তরপ্রদেশ ছেড়ে বাইরে কেন কাজের খোঁজে যেতে হয়? যোগী ক্ষমতায় ফিরলে বার বার উন্নাও আর লখিমপুরের মতো ঘটনা ঘটবে। উন্নাও না চাইলে বিজেপিকে হটান, যোগীকে হটান। নামেই সাধু, উনি সাধুদের নামও খারাপ করছেন। যোগী আসলে ভোগী। উনি গরীবদের কী দেবেন? আমার অনুরোধ যদি গঠবন্ধনকে জেতাতে চাও তাহলে আবার একবার ধাক্কা দাও।’

একই সঙ্গে মমতা এদিনের সভা থেকে আক্রমণ শানিয়েছেন যোগীর বিজেপিকেও। বলেছেন, ‘কৃষক শ্রমিক কারোর জন্যই কিছু করে না বিজেপি(BJP)। কৃষকদের মর্যাদা দিতে জানে না। লখিমপুরে কৃষকদের গাড়িতে পিষে মারল। এখন তো মা-বোনকেও অস্মমান করছে বিজেপি। অ্যান্টি রোমিও স্ক্যোয়াডের নামে যা করছে তা মা বোনদের অপমান। গঙ্গাকেও দূষিত করেছে বিজেপি। কোভিডে মৃতদের দেহ সৎকার না করে গঙ্গায় ভাসিয়েছে উত্তরপ্রদেশের সরকার। বাংলার সরকার তাদের উদ্ধার করে অন্তিমসংস্কার করেছে। ওরা আপনাদের আত্মীয়দের মৃতদেহ গঙ্গায় নিক্ষেপ করেছে, আপনারা ওদের উত্তরপ্রদেশের বাইরে নিক্ষেপ করুন। বিজেপিকে এক ধাক্কা দিয়ে উত্তরপ্রদেশ থেকে বের করে দিন। উত্তরপ্রদেশে বিজেপি যে পাপ করেছে, তা মুছে ফেলা সম্ভব নয়। সেই অন্ধকার সরিয়ে নতুন আলো আনতে হবে। তবে মনে রাখবেন খেলা এত সহজ নয়। তবে আপনারা পারবেন। আপনারা উপযুক্ত জবাব দেবেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মোদির বিরুদ্ধে দাঁড়ানোর স্বপ্নভঙ্গ কৌতুকশিল্পী শ্যাম রঙ্গিলার, বাতিল মনোনয়নপত্র

১০ বছর ধরে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন মোদি, তোপ প্রিয়ঙ্কার

৩৭ কোটি উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমকে গ্রেফতার করল ইডি

সিএএ’তে নাগরিকত্ব শংসাপত্র পেলেন দিল্লির ১৪ বাসিন্দা

মনোনয়ন জমা দিলেন পবন সিংয়ের মা, আচমকা কী হল?

রাজস্থানে খনির লিফটের তার ছিঁড়ে দুর্ঘটনা, নিহত ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর