এই মুহূর্তে




জুকারবার্গের নির্বাচনী মন্তব্যে সংসদীয় সমনের মুখোমুখি, অস্বস্তিতে মেটা

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিয়ে প্রধান মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছ থেকে তলব পেতে চলেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। ভুল তথ্য ছড়ানোর অভিযোগে মেটাকে তলব করা হবে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ তথা হাউস প্যানেল অন কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির চেয়ারম্যান নিশিকান্ত দুবে।

জানা গিয়েছে, গত ১০ জানুয়ারি এক পডকাস্টে ৪০ বছর বয়সী ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা বলেন, কোভিড মহামারির কারণে বিশ্বজুড়ে ক্ষমতাসীন সরকারগুলোর ওপর আস্থা কমে গেছে। এ প্রসঙ্গে তিনি ভুলবশত ভারতের উদাহরণ তুলে ধরেছেন। তিনি বলেন, ‘২০২৪ সাল বিশ্বজুড়ে একটি খুব বড় নির্বাচনের বছর ছিল এবং এই সমস্ত দেশ, ভারতে নির্বাচন ছিল। ক্ষমতাসীনরা মূলত প্রতিটিতেই হেরেছে। মুদ্রাস্ফীতির কারণেই হোক বা কোভিড মোকাবিলায় অর্থনৈতিক নীতির কারণেই হোক বা সরকারগুলি যেভাবে কোভিড মোকাবিলা করেছে, তার কারণেই হোক না কেন, এক ধরনের বৈশ্বিক ঘটনা রয়েছে।‘ এর পরেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জুকারবার্গের মন্তব্যের সত্যতা যাচাই করে বলেন, গত বছর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ-র প্রতি ভারতের মানুষ তাদের আস্থা পুনর্ব্যক্ত করেছেন।

রেলওয়ে, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তির পোর্টফোলিও পরিচালনা করা বৈষ্ণব এক্স-এ একটি পোস্টে বলেছেন, “২০২৪ সালের নির্বাচনে ভারতসহ বেশিরভাগ ক্ষমতাসীন সরকার কোভিড-১৯ পরবর্তী সময়ে হেরে গেছে বলে জুকারবার্গের দাবি তথ্যগতভাবে ভুল।৮০ কোটি মানুষের বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে ২২০ কোটি ভ্যাকসিন এবং কোভিড চলাকালীন বিশ্বব্যাপী দেশগুলিকে সহায়তা থেকে শুরু করে দ্রুততম ক্রমবর্ধমান প্রধান অর্থনীতি হিসাবে ভারতকে নেতৃত্ব দেওয়া, প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় মেয়াদের সিদ্ধান্তমূলক বিজয় সুশাসন এবং জনসাধারণের আস্থার প্রমাণ।“

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোয়া অগ্নিকাণ্ড: জোর ধাক্কা নৈশক্লাবের মালিক লুথরা ভাইদের, জামিন আর্জি খারিজ

দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদকে শর্তসাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট

ছয় রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি কমিশনের, তালিকায় কি বাংলা রয়েছে?

‘পকেট থেকে হাত তুলুন’, কেন্দ্রীয় মন্ত্রীকে শিষ্টাচার পাঠ লোকসভার স্পিকারের

‘‌২০২৯ সালের আগেই কেন্দ্রের সরকার পড়ে যাবে’‌, নদিয়া থেকে বড় ভবিষ্যদ্বাণী মমতার

বিপাকে পড়ে ইন্ডিগোর বড় ঘোষণা! ক্ষতিপূরণ ও ট্রাভেল ভাউচার হিসেবে যাত্রীদের মিলবে ২০,০০০ টাকার সুবিধা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ