এই মুহূর্তে




পুলিশের গুলিতে খতম মুম্বইয়ের স্টুডিয়োয় ১৭ শিশুকে পণবন্দি করা রোহিত আর্য

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্যে দিবালোকে মুম্বইয়ের মাটিতে ভয়াবহ ঘটনা! বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বইয়ের পোয়াইয়ের আরএ স্টুডিওতে ১৭ জন শিশুকে বন্দী করে রাখার অভিযোগ উঠেছিল রোহিত আর্য নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ সকাল থেকেই মুম্বইয়ের ওই স্টুডিও তে প্রায় ১০০ জন শিশুর অডিশন চলেছে। কিন্তু ৮০ জনকে ফেরৎ পাঠালেও ১৯ জন আটকে যায়। এরপর বন্দী শিশুরা ওই স্টুডিওর জানালা দিয়ে উঁকি ঝুঁকি দিলে আশেপাশের লোকজনের মধ্যে ঘটনাটি নজরে পড়ে। এরপরেই তাঁরা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা বাচ্চাদের উদ্ধার অভিযান শুরু করেন। তখনই বাচ্চাদের উদ্ধারে বাধা দিলে রোহিত আর্যর সঙ্গে পুলিশের দলের তীব্র গুলি বিনিময় হয়। তখনই অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় রোহিত আর্যকে গুলি করা হয়। এরপর তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ এখন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।

উল্লেখ্য, অডিশনের জন্যে ডেকে অপহরণের অভিযোগ উঠেছিল রোহিত আর্যর বিরুদ্ধে। যিনি মুম্বইয়ের পোয়াইয়ের আরএ স্টুডিওতে দীর্ঘদিন কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। দিন পাঁচেক ধরেই সেখানে শিশুদের অডিশন চলছিল। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনকে তিনি ফেরৎ দিলেও বাকি ১৯ জনকে অপহরণ করেন। তাদের মধ্যে ১৭ জন বাচ্চা ছিল। একজন বৃদ্ধ এবং একজন বেসামরিক নাগরিক ছিলেন। এরপর তিনি একটি ভিডিও বার্তায় বন্দি করে রাখার কথা জানান। রোহিতের ভিডিওটি এখন ভাইরাল। যেখানে তিনি নিজেকে পুরো ঘটনার পরিকল্পনাকারী হিসেবে দাবি করেন। ভিডিওতে, রোহিত বলতে দেখা যায় যে, ‘আমি জঙ্গি নই। টাকাপয়সাও চাহিদা নেই। তবে সাধারণ কয়েকটি দাবি রয়েছে। আর সেই দাবি পূরণের জন্য আমাকে এই শিশুদের পণবন্দি করতে হয়েছে। আমি আলোচনা চাই। তাই এ কাজ করেছি। পরিকল্পনা করেই শিশুদের বন্দি বানিয়েছি। যদি আমি বাঁচি ভাল কথা। যদি না বাঁচি, তা হলে অন্য কেউ এই কাজ করবে। কেউ চালাকি করলেই আটকে থাকা শিশুদের ক্ষতি হবে। আর তার জন্য আমাকে দায়ী করতে পারবেন না। গোটা স্টুডিওয় আগুন ধরিয়ে দেব।’

জানা যায়, বৃহস্পতিবার সকালে ১০০ জন শিশু পাওয়াইয়ের আরএ স্টুডিওতে অভিনয়ের ক্লাস এবং অডিশনের জন্য এসেছিল। রোহিত আর্য, যিনি একজন স্বঘোষিত ইউটিউবার, গত চার-পাঁচ দিন ধরে ছাত্রদের অডিশন নিচ্ছিলেন। কিন্তু এদিন ৮০ জন শিশুকে তাড়িয়ে দেন এবং ১৯ জনকে ভেতরে আটক রেখেছিলেন তিনি। শিশুরা জানালা দিয়ে উঁকি দিতেই আশেপাশের লোকজন তৎপর হয়ে পুলিশকে খবর দেয়। কিছুক্ষণ পরেই স্থানীয় পুলিশ, এটিএস এবং ফায়ার ব্রিগেডের দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। রোহিত ভেতর থেকে পুলিশ কে হুমকি দিতে থাকেন, বলেন যে যেকোনও আক্রমণাত্মক পদক্ষেপ তাঁকে উত্তেজিত করতে পারে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, পুলিশ একটি বিশেষ অভিযান পরিকল্পনা তৈরি করে। প্রধান দরজা দিয়ে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, তাই গ্রিল কেটে পুলিশের দল বাথরুম দিয়ে ঘরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। প্রায় দুই ঘন্টা ধরে চলা এক নীরব অভিযানের পর পুলিশ ১৭ জন শিশুকে নিরাপদে উদ্ধার করে। এদিকে, পুলিশের গুলিতে আহত হন রোহিত। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মুম্বই পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে, সমস্ত শিশু নিরাপদ এবং সুস্থ আছে এবং তাদের মেডিকেল চেকআপের পর কাউন্সেলিং এর জন্য পাঠানো হয়েছে। এটি একটি মানসিকভাবে বিপর্যস্ত কিন্তু নিয়ন্ত্রিত অভিযান ছিল, যার ফলে সময়োপযোগী পদক্ষেপের ফলে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। জানা গিয়েছে, বাচ্চাদের বন্দি করে রাখার পরিকল্পনা তিনি বলিউড থ্রিলারগুলি থেকে শিখেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

ছেলের মৃত্যু হলেই মিলবে ১ কোটি, অবৈধ সম্পর্ক টেকাতে পুত্রঘাতী মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ