-273ºc,
Friday, 9th June, 2023 3:37 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে মোদি সরকারের আনা অধ্যাদেশের বিরোধিতায় ইতিমধ্যেই পাঁচ বিরোধী দলের সমর্থন হাসিল করেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবার সমর্থন চাইতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধির সঙ্গে দেখা করার পরিকল্পনা নিয়েছেন তিনি। বৃহস্পতিবার এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে বৈঠক শেষে কেজরিওয়াল সাংবাদিকদের জানান, দিল্লি ফিরেই দেখা করার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে দেখা করার সময় চাইবেন। কংগ্রেসের দুই শীর্ষ নেতা দেখা করার জন্য সময় দেবেন বলেও আশাবাদী দিল্লির মুখ্যমন্ত্রী।
কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির খুব একটা রাজনৈতিক সদ্ভাব নেই। দিল্লি এবং পঞ্জাব দুই রাজ্যেই আম আদমি পার্টির কাছে ক্ষমতা হারাতে হয়েছে শতাব্দী প্রাচীন দলটিকে। বিরোধী জোটে কেজরির দলকে সামিল করতে তেমন উদ্যোগও নেওয়া হয়নি কংগ্রেসের পক্ষ থেকে। সম্প্রতি কর্নাটকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার শপথগ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, হেমন্ত সোরেনদের আমন্ত্রণ জানানো হলেও ডাকা হয়নি দিল্লির মুখ্যমন্ত্রীকে।
কংগ্রেস নেতৃত্ব আপকে অস্পৃশ্য মনে করলে শতাব্দী প্রাচীন দল সম্পর্কে ছুতমার্গ রাখতে চাইছেন না আম আদমি পার্টির সুপ্রিমো। দিল্লির প্রশাসনিক ক্ষমতার দখলদারি নিয়ে কেন্দ্রের দাদাগিরির বিরুদ্ধে লড়াই করতে সবাইকে পাশে পেতে চাইছেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি নেতা তেজস্বী যাদব, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সমর্থন আদায় করে নিয়েছেন। এবার কংগ্রেসের সমর্থন পেতে ঝাঁপাচ্ছেন।