-273ºc,
Friday, 9th June, 2023 2:01 am
নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস-সহ ১৯ বিরোধী দল। আর বিরোধীদের এই বয়কটের মুখে পড়ে কার্যত চাপে পড়েছেন প্রধানমন্ত্রী মোদি।
তৃণমূল কংগ্রেসের পাশাপাশি নরেন্দ্র মোদির নয়া সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি, সিপিআইএম, সিপিআই, আরজেডি, ডিএমকে, শিবসেনা (উদ্ভব ঠাকরে গোষ্ঠী), ভিসিকে, মুসলিম লিগ, এনসিপি-সহ ১৯ বিরোধী দল। তবে বিআরএস এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর না করলেও তারা পৃথকভাবে বিবৃতি দিয়ে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। নয়া সংসদ ভবনের উদ্বোধন দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কেন প্রধানমন্ত্রীকে দিয়ে করানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস-সহ একাধিক দল। এমনকী আগামী ২৮ মে নয়া সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তড়িঘড়ি করে সংসদ ভবনের উদ্বোধন করছেন বলেও বিরোধী শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এরপর সেই অনুষ্ঠান বয়কটের ডাক দেয় বিরোধী শিবির।
জাপান, পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সফর বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। আর দেশে ফিরে চাপে পড়ে নাম না করে বিরোধীদের সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের সভায় ছিলেন। সেই অনুষ্ঠানে প্রায় ২০ হাজারের বেশি লোকের জমায়েত হয়েছিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজও উপস্থিত ছিলেন। মোদি বলেন, শুধুমাত্র অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীই নন, সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী-সহ শাসক এবং বিরোধী দলের সকল সদস্যই দেশ এবং জাতির ঐক্যের জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।