নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু : বেঙ্গালুরু ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে মামলা দায়ের করেছে। তারপর থেকেই বাড়ির কাছের দেওয়ালে “বিদ্যুৎ চোর” পোস্টার লাগানো রয়েছে। পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্টারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো সরিয়ে নেয়।
মঙ্গলবার কর্ণাটক কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) নেতা এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ তোলা হয়। কংগ্রেসের দাবি, দীপাবলির সময় আলো দিয়ে জেপি নগর বাসভবনকে আলোকিত করার জন্য অবৈধভাবে বিদ্য়ুৎ চুরি করেছে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ক্ষমতাসীন দল মাইক্রো-ব্লগিং সাইট ‘এক্স’-এ জেডি(এস) নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার ছেলের সমালোচনা করে একটি ভিডিও পোস্ট করেছে।
প্রসঙ্গত, BESCOM তদন্ত করেছে এবং ভারতীয় বিদ্যুৎ আইনের 135নং ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে। অন্যদিকে কুমারস্বামী দাবি করেছেন, যে এটি তার দোষ নয় বরং একজন প্রাইভেট ডেকোরেটরের দোষ ছিল যিনি সরাসরি কাছাকাছি বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ দিয়েছিলেন। তিনি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তা সরিয়ে বাড়ির মিটার বোর্ড থেকে বিদ্যুৎ সংযোগ নেন।
কংগ্রেস তাকে কটাক্ষ করে বলেছে, “বিশ্বের একমাত্র সৎ ব্যক্তি এইচ ডি কুমারস্বামীর জেপি নগরের বাসভবনটি বৈদ্যুতিক খুঁটি থেকে সরাসরি অবৈধ বিদ্যুৎ সংযোগ সহ বাতি দিয়ে আলোকিত হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী এমন দারিদ্র্যের শিকার যার জন্য বিদ্যুৎ চুরির করেছেন এটা খুবই দুঃখজনক!”