এই মুহূর্তে




বৈধ নথি ছাড়াই আকাশে উড়ছে এয়ার ইন্ডিয়ার বিমান, তদন্তে DGCA

নিজস্ব প্রতিনিধি: আবার চাপের মুখে এয়ার ইন্ডিয়া! অভিযোগ, তাদের একটি এয়ারবাস ৩২০ নিও বিমান বৈধ এয়ারওর্দিনেস (ওড়ার জন্য প্রয়োজনীয়) সার্টিফিকেট ছাড়াই ৮ টি রুটে যাত্রীদের নিয়ে আকাশপথে উড়েছে। অন্যদিকে বিমান সংস্থা জানিয়েছে, সমস্যাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে (DGCA) বিষয়টি জানানো হয়েছে। তারা তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে এয়ার ইন্ডিয়ার যে অফিসারেরা এই ঘটনার জন্যে দায়ী, আপাতত তাদের ডিউটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ডিজিসিএ ওই বিমানটিকে বসিয়ে দিতে বলেছে। এয়ার ইন্ডিয়া ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে।

বিমান সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, “এয়ার ইন্ডিয়া অপারেশনাল সততা এবং সুরক্ষার সর্বোচ্চ মান বজায় রাখার প্রতিশ্রুতিতে অটল। বাধ্যতামূলক সম্মতি প্রোটোকল থেকে যে কোনও বিচ্যুতিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংস্থার কাছে তা গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় সমান্তরাল একটি তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে এতবড় গাফিলতি হয়েছে তা খুঁজে বের করা হচ্ছে।” গত ২৬ নভেম্বর এই সাংঘাতিক বেনিয়মের খবরটি পাওয়া গিয়েছিল। যেখানে বলা হয় যে, এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস ৩২০ নিও বিমান বৈধ এয়ারওর্দিনেস সার্টিফিকেট ছাড়াই আকাশে উড়ছে। এরপরেই এর সঙ্গে জড়িত সমস্ত কর্মীকে পরবর্তী পর্যালোচনার জন্য বরখাস্ত করা হয়।

আসলে বছরে একবার করে বিমানের সমস্ত যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ঠিক আছে কি না তাা পর্যবেক্ষণ করা হয়। তাতেই এই অব্যবস্থার কথা জানানো হয়েছে। ২০২৪ সালের জুন মাসে ভিস্তারা এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এক হয়ে গিয়েছে। ভিস্তারার ৭০টি বিমান চলে এসেছে এয়ার ইন্ডিয়ার কাছে। তার মধ্যে ৬৯টি বিমানের এআরসি রিনিউ করেছে ডিজিসিএ। শুধু একটি বিমানের ইঞ্জিন বদলের কাজ শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যেই দেখা গিয়েছে, ওই বিমানটির এআরসি–র মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অভিযোগ, ইঞ্জিন বদলের পরে ইঞ্জিনিয়ারদের ক্লিয়ারেন্স নিয়ে, এআরসি রিনিউ না করেই বিমানটি আকাশে উড়েছে। জুন মাসে বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনায় ২৬০ জন নিহত হওয়ার পর এয়ার ইন্ডিয়া যখন এই পরিস্থিতি মোকাবেলা করছে, আবার পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান সংস্থাগুলিকে বন্ধ করা নিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে সংস্থাটি, তখনই আবার এই ঘটনাটি ঘটল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তীব্র গতিতে বাইক চালাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু তরুণ Vlogger-এর

ভারত সফরকালে পুতিনের সুরক্ষায় পাঁচ স্তরের নিরাপত্তা বলয়

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সংসদ চত্বরে ধর্নায় তৃণমূল সাংসদরা

বাম দুর্গ কেরলে রাজনীতির নয়া মোড়, কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সনিয়া গান্ধি

বিরোধীদের চাপে SIR আলোচনায় সম্মতি কেন্দ্রের, জানুন দিনক্ষণ

এবার লক্ষ্য বিমানবন্দর ও শপিং মল, বেঙ্গালুরু পুলিশকে হুমকি জৈশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ