এই মুহূর্তে




‘ভুয়ো ভোটার ধরতে পারলে আগে চিকি‍ৎসা করুন…’, নিদান রাজ ঠাকরের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভোটের সময়ে কোনও ভুয়ো ভোটার ধরা পড়লে প্রথমে সঠিক চিকি‍ৎসা করুন (গণধোলাই) করুন। পরে পুলিশের হাতে তুলে দেবেন।’ শনিবার (১ নভেম্বর) ঠিক এই ভাষাতেই মহা বিকাশ আগাড়ি সমর্থকদের পরামর্শ দিয়েছেন মহারাষ্ট্র নির্মাণ সেনার সুপ্রিমো রাজ ঠাকরে।

‘ভোট চুরির’ প্রতিবাদে এদিন মহা বিকাশ আগাড়ির তরফ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। ‘সত্যের জন্য পদযাত্রা’ নামাঙ্কিত ওই মিছিল এদিন দুপুরে দক্ষিণ মুম্বইয়ের ফ্যাশন স্ট্রিট থেকে শুরু হয়ে বৃহন্মুম্বই পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে শেষ হয়। ওই পদযাত্রায় সামিল হয়েছিলেন মরাঠা স্ট্রংম্যান শরদ পওয়ার, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে, মহারাষ্ট্র নির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে, কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট। বৃহন্মুম্বই পুর নিগমের সামনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমএনএস প্রধান রাজ ঠাকরে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম থাকা নিয়ে সুর চড়ান। তিনি বলেন, ‘আমার কাছে মালাবার হিল বিধানসভা কেন্দ্রের সাড়ে চার হাজারের ভোটারের তালিকা রয়েছে যারা কল্যাণ গ্রামীণ, ভিওয়ান্ডি ও মুরাবাদে থাকেন। তার মানে দুই জায়গায় তারা ভোট দেন। গোটা মহারাষ্ট্রে এমন লক্ষ-লক্ষ ভুয়ো ভোটার রয়েছেন যারা দুই জায়গায় ভোট দেন।’

এখানেই থামেননি এমএনএস প্রধান। বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, ‘মুম্বই উত্তর লোকসভা কেন্দ্রে ১৭ লক্ষ ২৯ হাজার ভোটারের মধ্যে ৬২ হাজারই ভুয়ো। একই ভাবে মুম্বইয়ের অন্যান্য কেন্দ্রেও হাজার-হাজার ভুয়ো ভোটার রয়েছে।’ এর পরেই ভুয়ো ভোটারদের সঠিক চিকি‍ৎসার নিদান দিয়ে রাজ বলেন, ‘যদি কোনও ভোটকেন্দ্রে ভুয়ো ভোটার দেখতে পান তাহলে প্রথমে পাকড়াও করে উ্পযুক্ত চিকি‍ৎসা করুন (পড়ুন গণধোলাই দিন)।তার পর পুলিশের হাতে তুলে দিন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

মর্মান্তিক! অ্যাম্বুলেন্সে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত নবজাতক, চিকিৎসক সহ ৪

ফের বোমা হামলার হুমকি! দিল্লিতে সিআরপিএফ স্কুল ও একাধিক আদালতে হুমকি মেল জৈশ-ই-মহম্মদের

মাথার দাম ছিল ৫০ লক্ষ, গুলির লড়াইয়ে খতম ভয়ঙ্কর মাওবাদী হিডমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ