এই মুহূর্তে




ছত্তিশগড়ের কাঁকেরে বড়সড় অভিযান, নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ তিন মাওবাদী

নিজস্ব প্রতিনিধি: ছত্তিশগঢ়ের কাঁকেরের রাওয়াস জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত তিন মাওবাদী নেতা। আধিকারিকরা জানিয়েছেন, স্থানীয় পুলিশের জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) দল সকালে কাঁকের এবং গড়িয়াবন্দ থেকে মাও দমন অভিযানের জন্য রওনা হয়েছিল। এরপর মাওবাদী গুলি চালাতে শুরু করে। সংঘর্ষের সময় এলাকায় গুলি চালানো অব্যাহত ছিল।

এখনও পর্যন্ত সংঘর্ষস্থল থেকে তিনজন মাওবাদী নেতার মৃতদেহ এবং তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে নিহত নকশালিরা স্থানীয় মাওবাদী এলাকা কমিটির সদস্য ছিল। ছত্তিশগঢ়ে মাওবাদীদের বিরুদ্ধে চলমান অভিযানে এ বছর এখনও পর্যন্ত ২৫২ জন মাওবাদী নিহত হয়েছে। এর মধ্যে, বস্তার বিভাগে ২২৩ জন নকশাল নিহত হয়েছে। এর মধ্যে কাঁকের সহ সাতটি জেলা রয়েছে। গড়িয়াবন্দে ২৭ জন নকশাল নিহত হয়েছে। এছাড়াও, দুর্গ জেলার মোহলা-মানপুর-আম্বাগড় চৌকি এলাকায় এক এনকাউন্টারে দুই নকশাল নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে যে সম্প্রতি ২২শে সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির দুই প্রবীণ মাওবাদী নেতা পুলিশি এনকাউন্টারে নারায়ণপুর জেলায় প্রাণ হারান।  তাঁদের নাম রাজু দাদা ওরফে কাট্টা রামচন্দ্র রেড্ডি  (৬৩)  এবং কোসা দাদা ওরফে কাদরি সত্যনারায়ণ রেড্ডি (৬৭)। ভবিষ্যতের আক্রমণ রোধ করতে বস্তার এবং আশপাশের জেলাগুলিতে গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে। আধিকারিকরা জানিয়েছেন যে এনকাউন্টার এবং নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। আর কোনও গ্রেফতার বা উদ্ধার সংক্রান্ত তথ্য পরে ভাগ করে নেওয়া হবে। নিরাপত্তা বাহিনী স্থানীয় ও জেলা পর্যায়ে মাওবাদীদের উপর চাপ বজায় রাখছে এবং সহিংসতার ঘটনা রোধে সতর্ক রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইতে বিদ্যু‍ৎ কেন্দ্রের নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে ৯ শ্রমিকের মৃত্যু

খুদে পড়ুয়াদের মগজ ধোলাই দিল্লির বিজেপি সরকারের, পড়ানো হবে আরএসএসের ইতিহাস

স্ত্রীকে খুন করে বন্ধুদের কাছে মেসেজ, তারপরেই যা হল ….

SIR- এর পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

‘মুখ্যমন্ত্রী স্যর, বদলা নিতে হলে…’ স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজয়

বিড়াল পুষতে চাইলে লাগবে লাইসেন্স, নাহলে গুণতে হবে জরিমানা, কোন শহরে চালু এমন নিয়ম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ