এই মুহূর্তে




যোধপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পুর্ণ্যার্থীদের গাড়ি, নিহত ১৮, আহত বহু

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ সড়ক দুর্ঘটনা রাজস্থানের যোধপুর জেলার ভারতমালা এক্সপ্রেসওয়েতে। রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় কয়েকজন পুর্ণ্যার্থী বহনকারী একটি টেম্পো মন্দির থেকে ফেরার পথে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়, যার ফলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এবং এই মর্মান্তিক ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৩ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুলত ভারতমালা এক্সপ্রেসওয়েটি রাজস্থানের ফালোদি জেলার মাতোদা থানা এলাকার অন্তর্গত।

টেম্পোটি ২১ জন পুর্ণ্যার্থীকে নিয়ে বিকানেরের কোলায়ত মন্দির থেকে ফিরছিলেন। যেটি ঘটনাস্থল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল। ফেরার পথেই হনুমান সাগর মোড়ের কাছে থাকা একটি পার্কিং করা ট্রাকে ধাক্কা দেয় টেম্পো ট্রাভেলারটি। সূত্রের খবর, টেম্পোটি দ্রুতগতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার ফলে ঘটনাস্থলেই আঠারো জনের মৃত্যু হয়। এই বিষয়ে ফালোদির পুলিশ সুপারিনটেনডেন্ট কুন্দন কানওয়ারিয়া জানিয়েছেন, “ঘটনাস্থলেই ১৮ জন জন মারা গিয়েছেন। আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে ওসিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তাদের সবুজ করিডোর দিয়ে যোধপুরে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ধাক্কা মারার পর টেম্পো ট্রাভেলারটি পুরো ভেঙে চুরমার হয়ে যায়। টেম্পো ট্রাভেলারের সিট এবং ধাতব জিনিসপত্রের মধ্যে অনেক মৃতদেহ আটকে ছিল। পুলিশ এবং স্থানীয়দের সেগুলি সরাতে হিমশিম খেতে হয়েছিল।

ফালোদি থানার অফিসার আমানারাম বলেছেন, “নিহত এবং আহতরা সকলেই যোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। তারা কোলায়ত পরিদর্শন করে তাদের পরিবারের সঙ্গে ফিরছিলেন। এখন ঘটনাস্থলে এসডিআরএফ এবং ত্রাণ দল উদ্ধার অভিযান চালাচ্ছে।” ওইদিকে দুর্ঘটনার খবর পেয়ে যোধপুর পুলিশ কমিশনার ওম প্রকাশ মাথুর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মূল্যায়ন করছেন। ভারতমালা এক্সপ্রেসওয়েতে টেম্পো ট্রাভেলারের উচ্চ গতি এবং দৃশ্যমানতা কম থাকাই এই দুর্ঘটনার প্রাথমিক কারণ। যার ফলে চালক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে পাননি বলে মনে করছেন পুলিশ। এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করে X-তে একটি পোস্টে লিখেছেন, “ফালোদির মাতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সকল আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি ঈশ্বরের কাছে মৃতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

‘SIR-এর অতিরিক্ত কাজের চাপ’, এবার বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল কেরলে

জন্মদিন খেয়ে গাড়ি করে বাড়ি ফিরছিলেন ৫ বন্ধু, কিন্তু মাঝপথেই ভয়াবহ দুর্ঘটনা, সব শেষ…

২১ বছরের বিধবা প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ প্রেমিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে

বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে টাকা তুলেছিল উমর, গার্ডকে দিয়েছিল ঘুষ, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ