এই মুহূর্তে




মেয়েদের স্বাধীনতা কোথায় এই প্রশ্ন রেখেই ‘অনার কিলিং’-এর প্রতিবাদে বার্তা দেবে চক্রবেড়িয়া সর্বজনীন

নিজস্ব প্রতিনিধি: দেবী দুর্গার শেষ মুহূর্তের সাজকে আরও নিপুণ করে তুলতে চরম ব্যস্ত শিল্পীরা। মণ্ডপে মণ্ডপে এখন ব্যস্ততা তুঙ্গে। শেষ হতে চলেছে দীর্ঘ এক বছরের অপেক্ষা। উমা যে ফিরছে বাপের বাড়ি। শহর জুড়ে নজর কাড়া সব থিম। দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া সর্বজনীনের এবারের থিম ‘প্রথা’। যাকে ঘিরে রয়েছে নানা প্রশ্ন। এই মণ্ডপে গেলে দেবীকে দেখার পাশপাশি অবাক হবেন সকলে।  সেই সঙ্গেই মানুষের মনে জাগাবে একাধিক প্রশ্ন। এই থিমের মাধ্যমে দেওয়া হয়েছে সমাজকে বড় বার্তা।

দেশজুড়ে নানা জায়গায় এখনও পরিবারের সম্মান রক্ষার জন্য খুন করা হয় মেয়েদের। তার বিরুদ্ধে বার্তা দিতেই এই থিম ফুটিয়ে তুলেছেন শিল্পী রিন্টু দাস। মণ্ডপে প্রবেশ করে দেখতে পাবেন বিসর্জন হয়ে গিয়েছে দেবীর। জলে পড়ে আছেন একচালার ঠাকুর। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর থাকলেও খুঁজে পাবেন না দুর্গাকে। উল্টে দেখতে পাবেন মাথা নিচু করে লাল শাড়ি পরে বসে রয়েছেন বধূবেশে থাকা একটি মেয়ে। তার পাশে রয়েছে আরও অনেক মহিলা। এরা কারা? কারই বা বিসর্জন হয়েছে। একাধিক প্রশ্ন রাখা হয়েছে যা মানুষের মনে আসবে এক দেখায়। সেখনেই রয়েছে চমক। দেখা যাবে দেবী দুর্গা দাঁড়িয়ে থেকে বিয়ে দিচ্ছেন এক যুগলের। ‘অনার কিলিং’-এর প্রতিবাদ করছেন দেবী। সেটাই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে।

উদ্যোক্তা সৌরভ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দেশজুড়ে যে ‘অনার কিলিং’ হয় তা বন্ধ করার বার্তা দেবে তাঁদের পুজো। উদ্যোক্তারা এই প্রশ্ন তুলেছেন মেয়েরা যদি নিজের পছন্দের মানুষের সঙ্গে সংসার করতে না পারেন, তাহলে কেন সব সময় বলা হচ্ছে নারী ক্ষমতায়নের কথা ? তাই তাঁদের মণ্ডপে কুসংস্কারকে বধ করছেন দেবী। এবারে তাঁদের পুজো ৮০ তম বর্ষে পা দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দার্জিলিংয়ে হিমালয়ান রেলে চড়িয়ে মা দুর্গাকে রংবুলের বাংলো নদীতে নিরঞ্জন

লণ্ঠনের আলো দেখিয়ে উমাকে বিদায় সংখ্যালঘুদের, সম্প্রীতির ছবি মরা মহানন্দার ঘাটে

‘আসছে বছর আবার হবে’, বিষন্ন মন নিয়ে দশমীর রাতেও মণ্ডপে-মণ্ডপে হাজির দর্শনার্থীরা

দশমীতে হয় না বিসর্জন, উত্তরের চাষি পরিবারের কুটিরে ভান্ডানি রূপে বিশ্রাম নেবেন উমা

আবারও শুরু দিন গোনা! জেনে নিন আগামী বছরে দুর্গাপুজোর নির্ঘণ্ট, কী কী বার থাকছে ছুটি?

প্রথা মেনেই ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার, নদীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ