এই মুহূর্তে




পুজোতে আম্মাকে খুব মিস করি: স্বস্তিকা




নিজস্ব প্রতিনিধি: আর হাতে গোনা মাত্র ১৪ দিন। ইতিমধ্যেই বাঙালির কেনাকাটা শেষ। গত সপ্তাহে বৃষ্টিতে পুরো চৌচির ছিল বাংলা, তাই একপ্রকার বাঙালির বাড়া ভাতে ছাঁই দিতে বৃষ্টির উৎপাত বেড়েছিল। কিন্তু বাঙালির ইমোশনকে হাতছানি দিতে পারেনি বৃষ্টি। তাকে উপেক্ষা করেই চুটিয়ে চলেছে শপিং। একপ্রকার রেনকোট পরেই পুজোর কেনাকাটা সেরেছেন বাঙালি, নিউ মার্কেট থেকে গড়িয়াহাট পর্যন্ত। তবে এ কটা দিন খুচরো বিক্রেতার থেকে বড় বড় শপিং কমপ্লেক্সেই ছিল ভিড়ভাট্টা। যাই হোক, পুজোর ৪ টে দিন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মেতে ওঠেন পুজোর আনন্দে। এ কটা দিন কাজকম্ম সবার বন্ধ। যাই হোক, পুজোর দিনগুলি সেলিব্রিটিদের আপডেট জানতে মরিয়া থাকেন সবাই।

সেইমতো আমরাও আজ জানাবো টলিউডের এক মিষ্টি অভিনেত্রী পুজোর প্ল্যানিং। কি করছেন তিনি পুজোতে, তা জানতে আমাদের এই মূহুর্তের নিউজ পোর্টাল হাউজ ফোনে যোগাযোগ করেছিলেন নায়িকার সঙ্গে। আর মিষ্টি নায়িকা পটাপট উত্তর দিয়েছেন। স্বস্তিকা দত্ত, টলিউডের খুব চেনা মুখ এখন সবার। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’। ইতিমধ্যেই বড় পর্দায় ডেবিউ করে ফেলেছেন অভিনেত্রী। কিন্তু এত কাজের ব্যস্ততার মধ্যে কীভাবে পুজোর পরিকল্পনা করেছেন। সবটাই আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তবে তাঁকে আমরা সাড়ে ১১ টার সময় কলে পেয়েছি। সারাদিন ব্যস্ত থাকলেও আমাদের সঙ্গে বেশ হাসি মুখেই আলাপচারিতা করেছেন অভিনেত্রী। প্রথমেই অভিনেত্রী জানালেন পুজোতে তিনি কলকাতাতেই থাকবেন।

পুজোতে কলকাতা ছাড়া আর কিছু ভাবতেই পারেন না। তারপর আমরা জানতে চেয়েছিলাম, পুজোর সময় রাত জেগে প্যান্ডেল হপিং হয় কিনা তাঁর বা বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখা বা পরিবারের সঙ্গে ঠাকুর দেখা হয় কিনা, প্রকৃত অর্থে তিনি সেলিব্রিটি হওয়ার আগের জীবনের সঙ্গে সেলিব্রিটি হওয়ার পরের পুজো তাঁর কেমন? আসলে অভিনেত্রী জানালেন, ‘ইচ্ছে করে আমার পুজোতে প্যান্ডেল হপিং করার। কিন্তু একটু চেনা মুখ হয়ে যাওয়ার পর থেকেই লোকেরা আমাকে দেখতে ছুটে আসে। ফলে ব্যারিকেড ভাঙচুর হয়। আমার সঙ্গে যে থাকবে সেও ঝামেলার মধ্যে পড়বে। আর আয়োজকরাও। তাই তেমনি যাওয়া হয়না।’

পুজোর শপিং শেষ? অভিনেত্রীর উত্তর, ‘আসলে সারা বছর এত শপিং করি তাই আলাদা কর পুজোর সময় কিছু কেনা হয় না। বাবা মাকেও সারাবছরই দেওয়া হয় জামা কাপড়। তবে ঠাকুমা বেঁচে থাকতে আমার পুজো একটু অন্যরকম যেত।’ পুজোতে ছোটবেলার স্মৃতি বা পাড়ায় কোনও ক্রাশ ছিল নাকি? অভিনেত্রীর এককথায় উত্তর না। পুজো প্রেম বলতে তাঁর কাছে তেমন কোনো স্মৃতি নেই। পুজোর স্পেশাল খাওয়া দাওয়া? মায়ের হাতের বাঙালি রান্না। সাধারণ মেয়ে স্বস্তিকা নাকি সেলিব্রিটি স্বস্তিকা কে বেশি পুজোতে এনজয় করতেন? অবশ্যই সাধারণ মেয়ে স্বস্তিকা। বড় পর্দায় আর কাজ করার ইচ্ছে আছে? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী খানিকটা মেজাজ হারিয়েই বলেন, ‘ইচ্ছে কি আমি তো অলরেডি কাজ করছি। যেমন চালচিত্র ছবির কাজ আছে, এছাড়াও কয়েকটি ওয়েবসিরিজ আছে। তার মধ্যে গভীর জলের মাছ 2 আছে।’

উল্লেখ্য, চালচিত্র ছবিতে রয়েছে তারকাদের বাহার। টোটা রায়চৌধুরী থেকে বাংলাদেশের জনপ্রিয় নায়ক অপূর্ব, বলিউড অভিনেতা শান্তনু মহেশ্বরী, অনির্বাণ-সহ একাধিক তারকা দের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন স্বস্তিকা। এছাড়া পুজোর সম্পর্কে অভিনেত্রী শেষে বলেন, যেখান যেটা মনে হবে সবাই সেটা পড়বে। তবে আমি শাড়িটাই প্রেফার করি।’ তিনি পুজোতে অষ্টমীর দিন অঞ্জলি দেন না, কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমাদের কেউই অঞ্জলি দেন না। আমার বাবা-মাকে অঞ্জলি দিতে দেখিনি বা তাঁরা আমাকে কোনও সময়েই জোর করেন না। তাই অঞ্জলি দেওয়া হয় না।’ সবশেষে এই মুহূর্তে নিউজ পোর্টাল হাউজের তরফ থেকে সমস্ত দর্শকদের পুজোর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দশমীতে ইছামতীর তীরে জমজমাট এক দিনের বউ মেলা, তবে নিষিদ্ধ পুরুষ ক্রেতা

ফরিদপুরে একই মণ্ডপে ২৫১ দুর্গা প্রতিমা দেখতে উপচে পড়ছে ভিড়

পুজো শেষে দুপুরে জমিয়ে খান ওল-চিংড়ি: সহজ রেসিপিতে রসনা তৃপ্তি করুন ঘরেই

মুম্বইতে দুর্গার বিদায় পর্বে জমিয়ে সিঁদুর খেললেন রানি-কাজলরা

৩০০ বছর ধরে সিংহবাহিনী দেবী রূপে পুজিতা হয়ে আসছেন এই রাজবাড়িতে

পান্তা ভাত-কচু শাক খেয়ে কৈলাসে পাড়ি দেন এই বনেদি বাড়ির উমা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর