এই মুহূর্তে




মুক্তির আগেই দেশজুড়ে ৫০ কোটি আয় ‘জওয়ান’-এর

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আগামিকাল মুক্তি পাচ্ছে শাহরুখ-অ্যাটলির বহু প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’, এই প্রথম একই ছবিতে একাধিক অবতারে দেখা যাবে শাহরুখকে। ছবিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। পুলিশ, দুষ্কৃতী, জওয়ান একাধিক চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। ১০ জুলাই ছবির টুকরো প্রিভিউ রিলিজ হওয়ার পর থেকেই ভক্তদের অপেক্ষার যেন বাঁধ ভেঙেছে। গোটা দেশজুড়ে শাহরুখের কাটআউটে ছেয়ে গিয়েছে। জানা গিয়েছে, বাংলা ও বিহারে মাঝরাত থেকেই শুরু হয়ে যাবে শো। টিকিট বিক্রি ইতিমধ্যেই ৫ লাখ অতিক্রম করে গিয়েছে। অভিনেতার ভক্তরা কিং খানকে দেখতে রীতিমতো উচ্ছ্বসিত। অ্যাটলি দ্বারা পরিচালিত, ছবিটিতে আরও অভিনয় করছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সান্যা মালহোত্রা, প্রিয়মণি, যোগী বাবু, সুনীল গ্রোভার, সিমারজিৎ সিং নাগরা, আজি বাগরিয়া, এবং মানাহার কুমার সহ আরও অনেকে। সিনেমায় দীপিকা পাড়ুকোনের একটি বর্ধিত ক্যামিও রয়েছে। ট্রেলার অনুযায়ী, মুম্বাইয়ে একটি মেট্রো ট্রেন হাইজ্যাক করেছেন শাহরুখ খান।

ছবিতে নয়নতারা একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন আর বিজয় সেতুপতি, ‘বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র ব্যবসায়ী’ হিসাবে অভিনয় করছেন। জওয়ানের প্রায় ৪ লাখ টিকিট ইতিমধ্যেই জাতীয় সিনেমা চেইনে বিক্রি হয়ে গিয়েছে, আর একক প্রেক্ষাগৃহে 9,66,713 টি টিকিট বিক্রি হয়েছে, সুতরাং চলচ্চিত্রটি ইতিমধ্যেই আয় করে ফেলেছে ২৬.৪৫ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষক গিরিশ জোহরের মতে, জওয়ান প্রথম দিনেই ১০০ কোটি আয় করবে, যার মধ্যে ৪০ কোটি বিদেশী বাজার থেকে এবং অবশিষ্ট ৬০ কোটি ভারতীয় বাজার থেকে আসবে। এদিন শাহরুখের দর্শন পাওয়ার জন্য প্রথা অনুযায়ী, অভিনেতার মন্নতের বাড়িতে ভক্তদের ফের ভিড় জমলেও শাহরুখের দর্শন কেউ পাননি।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার মনোবালা বিজয়বালান টুইট করেছেন, ‘জওয়ান ইতিমধ্যেই ৫১.১৭ কোটি রোজগার করে ফেলেছে। এদিকে আবার শোনা যাচ্ছে, তামিল সুপারস্টার মহেশ বাবুও শাহরুখের ছবিটি পরিবারের সঙ্গে দেখবেন। তিনি শাহরুখকে টুইট করে জানিয়েছেন, “আপনাকে অনেক ধন্যবাদ আমার বন্ধু। আশা করি আপনি ছবিটি উপভোগ করবেন। আপনি যখন দেখবেন তখন আমাকে জানাবেন আমি আপনার সঙ্গে এটি দেখতে আসব।” যে টুইটটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। Jawan আগামিকাল হিন্দি, তামিল এবং তেলুগুতে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। এটি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট উপস্থাপনা, জওয়ান গৌরী খান দ্বারা প্রযোজনা এবং গৌরব ভার্মা সহ-প্রযোজনা করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

ধনুশের ম্যানেজারের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন তামিল অভিনেত্রী মান্যা আনন্দ

”এই জন্ম থেকে…”, জুবিনের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী গরিমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ