এই মুহূর্তে




অনুমতি ছাড়া সলমান খানের নাম-ছবি ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: ‘ব্যক্তিগত অধিকার’ সংরক্ষণের জন্যে এবার দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হলেন সুপারস্টার সলমান খান। যদিও তিনি এই অভিযোগ নিয়ে অনেকদিন আগেই আদালতে দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার আদালত সেই মামলার শুনানি করেছে। পাশাপাশি সলমান খানের আবেদনের উপর তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে। সাম্প্রতিক কালে একই কারণে দিল্লি ও বোম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন একাধিক বলিউড ব্যক্তিত্বরা। যার মধ্যে আছেন, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, জয়া বচ্চন, আশা ভোঁসলে, পরিচালক-প্রযোজক করণ জোহর, জুনিয়র এনটিআর, আক্কিনেনি নাগার্জুন, ‘আর্ট অফ লিভিং’-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্কর, সাংবাদিক সুধীর চৌধুরী, পডকাস্টার রাজ শামানি, হৃতিক রোশন, কুমার শানু। এর আগে অমিতাভ বচ্চন, সুপারস্টার কমল হাসান, রজনীকান্তও ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য আদালত দ্বারস্থ হয়েছিলেন এবং আদালত তাঁদের পক্ষেই সর্বদা রায় দিয়েছে। এবার একই পথে হাঁটলেন সলমান খান। শুনানি চলাকালীন দিল্লি হাইকোর্টের বিচারপতি মনমিত প্রীতম সিংহ অরোরা জানান, তিনি নিজেও এর বিরুদ্ধে রয়েছেন, যাঁরা বাণিজ্যিক পণ্য বিক্রির জন্য সলমান খানের নাম, ছবি এবং অন্যান্য ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের অপব্যবহার করছেন।

হাইকোর্ট তথ্য প্রযুক্তি, ডিজিটাল মিডিয়া নীতিশাস্ত্র কোড বিধি, ২০২১ এর অধীনে সলমান খানের মামলাটিকে অভিযোগ হিসাবে বিবেচনা করার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, সলমান খান আদালতের কাছে অনুরোধ করেছিলেন যে, তাঁর অনুমতি ছাড়া যাতে তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর, সাদৃশ্য, সংলাপ, আচরণ এবং তাঁর ব্যক্তিত্বের অংশ হিসাবে থাকা অন্যান্য বৈশিষ্ট্যগুলিকে কাজে লাগানো না হয়। সেই বিষয়ে বিরত রাখার জন্য নির্দেশ জারি করা হোক। এদিন মামলার শুনানিতে অভিনেতার আইনজীবী, সন্দীপ শেট্টি আদালতে বলেছেন যে, অ্যাপলের এআই চ্যাটবট, কয়েকটি ই-মার্কেটপ্লেস, রেডবাবল এর সাহায্যে সলমান খানের ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন হয়েছে। তিনি কিছু ফ্যান অ্যাকাউন্টে অভিনেতার সম্মতি ছাড়াই তাঁর ফটোশপ করা ছবি ব্যবহার করার বিষয়েও আপত্তি জানিয়েছেন। অনলাইনে বিক্রি করছে। তাই এগুলি নিষ্ক্রিয় করার অনুমোদন চেয়েছেন সলমান খান।

প্রসঙ্গত, সেলিব্রিটিদের ছবি, কন্ঠস্বর, পোস্টার, নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ করা হচ্ছে। যে কারণে মাঝে মধ্যেই বিপাকে পড়ছেন তারকারা। কেননা তারকাদের কোনও কিছুই ব্যক্তিগত থাকে না। সেই কারণে নানা সময়ে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ে তারকাদের নাম, কন্ঠস্বর, পোস্টার। অথচ সে বিষয়ে ঘুনাক্ষরেও কিছু জানেন না তাঁরা। অথচ তার জন্যে বিপদে পড়তে হয় তাঁদের। আসলে সোশ্যাল মিডিয়ার দাপটে এখন অপরাধচক্র ব্যাপক সক্রিয় হয়ে উঠছে। আর সেটাই বর্তমানে তারকাদের ভাবিয়ে তুলছে। তাই ‘ব্যক্তিগত অধিকার’ সংরক্ষণের জন্যে মরিয়া হয়ে আদালতে ছুটতে হচ্ছে তারকাদের। যাতে তাঁদের ছবি, পোস্টার, কন্ঠস্বর, আইনি অনুমতি ছাড়া আর কেউ ব্যবহার করতে না পারে!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মিকা আগে ভাল গাইত না, আমার এক চুমুতেই তাঁর কন্ঠ সুরেলা হয়েছে’, বিস্ফোরক রাখি সাওয়ান্ত

কাজের খাতিরে পাকিস্তান যাবেন? আলিয়ার জবাবে তোলপাড় নেটপাড়া

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

সমাজমাধ্যমে গা গরম করা ছবি জয়ার, দেখলে চোখ আটকে যাবে

‘বিদ্যা ব্যানার্জি’র ছ্যাকায় টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’, ‘ফুলকি’দের, সেরা কে?

প্রশংসা করেও রেহাই নেই, ‘ধুরন্ধর’-এর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বিপাকে হৃতিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ