এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কাঠমাণ্ডুর পর পোখারাতেও নিষিদ্ধ করা হল ‘আদিপুরুষ’, গোটা নেটদুনিয়া উত্তপ্ত

নিজস্ব প্রতিনিধি: সদ্য মুক্তিপ্রাপ্ত আদিপুরুষ নিয়ে বিতর্কে জেরবার রাজনৈতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। মুক্তির আগে থেকেই এই ছবির VFX নিয়ে নানারকম বিতর্কের জন্ম হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিশেষত রাবণের ভূমিকায় সইফ আলি খানের রূপ দেখে ক্ষেপে বম্ব হয়ে যায় সাইবারবাসীরা। এরপর তড়িঘড়ি ছবির VFX-এ বদল এনে ছবির মুক্তি দিলেও বিতর্ক যেন এখন তুঙ্গে উঠেছে। ছবির মুক্তির পর রাম-সীতার কন্ঠে আপত্তিকর সংলাপ নিয়ে রাজনৈতিক মহল রীতিমতো ক্ষিপ্ত। পৌরাণিক কাহিনী রামায়ণের আধুনিক সংস্করণ হল আদিপুরুষ। কিন্তু রামায়ণের কোনও সংলাপের ছিটেফোটা নেই ছবিতে। এছাড়াও ছবিতে রামের মা, সীতার জন্মস্থানও ভুল দেখানো হয়েছে। তা নিয়েই এখন বিতর্ক চূড়ান্ত। ইতিমধ্যেই কাঠমাণ্ডুতে নিষিদ্ধ করা হয়েছে ছবিটিকে। এছাড়াও ছত্তিশগড়েও ছবি ব্যানের ডাক দিয়েছে রাজ্যসভার সাংসদ অম্বুমণি রামদাস। নেপালর রাজধানি কাঠমান্ডুর সমস্ত সিনেমা হলে বলিউড ছবি নিষিদ্ধ ঘোষণার পর নেপালের অন্যতম পর্যটন কেন্দ্র পোখরাতেও ব্যান করে দেওয়া হল আদিপুরুষ। বিরোধীদের দাবি, আদিপুরুষে সীতার জন্ম দেখানো হয়েছে ভারতে, কিন্তু সীতার আসল জন্ম নেপালে। সীতাকে ভারত-কন্যা দেখানোর জন্যই কাঠমাণ্ডুর মেয়র এই ছবির নির্মাতাদের অনুরোধ করেছেন যে, নির্মাতারা যেন এই ভুল শুধরে নেয়। অথবা সিনটা বাদ দিয়ে দেওয়ার জন্যেও ঘোষণা করেছিলেন। নেপালের জনকপুরের কন্যা হিসেবে মনে করা হয় সীতাকে। 

ভারতীয় মহাকাব্য রামায়ণের এই মূল নারী চরিত্রের সঙ্গে নেপালের যোগ আছে বলে তাঁরা গর্বিত। কিন্তু সেখানে এই ছবিতে সীতাকে ভারতীয় বলায় বেজায় ক্ষুব্ধ নেপালের সরকার। এদিকে ছবির সংলাপ পরিবর্তনের দাবি তুলতেই তড়িঘড়ি সংলাপ বদলানোর সিদ্ধান্ত নির্মাতাদের। তবে ইতিমধ্যেই ৩০০ কোটি ছাড়িয়েছে আদিপুরুষের গ্রস ইনকাম। সব মিলিয়ে প্রেক্ষাগৃহে আদিপুরুষ মুক্তির পর থেকেই টক অফ দ্য টাউন হয়ে উঠেছে। এদিকে গতকাল সন্ধ্যায় মুম্বইয়ের রাষ্ট্রপ্রথম নামক একটি থিয়েটারের অভ্যন্তরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হিন্দু সংগঠন হলের ভিতর ঢুকে ‘আদিপুরুষ’ প্রদর্শনে বাধা দেয়। ঘটনাটি ঘটে রাত 8 টায়, তারা মুম্বাইয়ের নালাসোপাড়ার ক্যাপিটাল মলে অবস্থিত প্রেক্ষাগৃহে প্রবেশ করে সিনেমাটি প্রদর্শন বন্ধ করতে বাধ্য করে। সোমবার সকালে একই গ্রুপের শ্রমিকরা আবারও মলে ঢুকে সিনেমা বিরোধী স্লোগান দিতে শুরু করে। থিয়েটারে অবস্থানরত নিরাপত্তারক্ষীরা তাঁদের বোঝানোর সব রকম চেষ্টা করলেও ব্যর্থ হয়। সারা দেশে প্রচুর মনোযোগ সংগ্রহ করেছে এই ছবি, সঙ্গে পড়েছে একাধিক নেতিবাচক মন্তব্য। বাজে ভিএফএক্স থেকে শুরু করে সংলাপ পর্যন্ত , ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সবাই বলেছেন ছবিটি রামায়ণের ভুল ব্যাখ্যা দিয়েছেন। টুইটার ব্যবহারকারীদের একজন ছত্তিশগড় থিয়েটারের বাইরে আদিপুরুষের বিরুদ্ধে প্রতিবাদের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “ছত্তিশগড়ের বিলাসপুরে আদিপুরুষ চলচ্চিত্র নিষিদ্ধ করার দাবি। আব তো শর্ম করো।”

অন্য একজন ব্যবহারকারী অরুণ গোভিলের একটি পুরানো ভিডিও শেয়ার করে লিখেছেন, “এমনভাবে কাজ করুন যাতে 34 বছর পর মানুষ আপনাকে ঈশ্বরের মতো নত করে!! #ArunGovil #BanAdipurushMovie।” তৃতীয় একজন ব্যবহারকারী আদিপুরুষকে রামায়ণের পুরোনো চলচ্চিত্রের সঙ্গে তুলনা করে লিখেছেন, “পুরাতন সর্বদা সোনা হয়।” অথচ ছবিটি প্রায় ৩ বছর ধরে তৈরি করা হয়েছে এবং ৫০০ কোটির বিশাল বাজেটে তৈরি এই ছবি। কিন্তু মুক্তির পরেই ছবি ঘিরে বিরোধ জন্ম নিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ শিল্পা শেট্টির বোন শমিতা, করতে হবে অস্ত্রোপচার, কী হয়েছে তাঁর?

জঙ্গলমহল থেকে ব্যারাকপুর, সর্বত্র প্রচারে ঝড় তুললেন দেব

‘আমি কোনও দলের সঙ্গে যুক্ত নই’, পিঠ বাঁচাতে সাফাই দিলেন আল্লু আর্জুন

মাত্র ৫৪ বছরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রখ্যাত দক্ষিণী পরিচালক বিজু

‘বহুরূপী’র শুটিং শেষ, অন্তিম দিনে বিরাট ভুরিভোজের আয়োজন, ছবি দিলেন ঋতাভরী

১২ বছর পর হলিউডে প্রত্যাবর্তন! অস্কারজয়ী ‘দুনে’-এর ফ্র্যাঞ্চাইজিতে তব্বু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর