এই মুহূর্তে




সম্পর্কের ছেদ সিদ্ধার্থ-কিয়ারার, পথ আলাদা হল ‘শেরশাহ’ জুটির

নিজস্ব প্রতিনিধি: সক্কাল সক্কাল মন খারাপ নেটিজেনদের, প্রকাশ্যে এল বলিউডের আরেক জুটির ভাঙনের খবর। এবার সম্পর্কের ছেদ ঘটল ‘শেরশাহ’ খ্যাত নায়ক-নায়িকার। খবর বলছে, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডভানি আর একসঙ্গে নেই। বলিউডের অন্যতম পছন্দের জুটি ছিলেন তাঁরা। জুটির ঘনিষ্ঠসূত্রে খবর, সম্প্রতি ভালোবাসার সম্পর্কে ইতি টেনেছেন দুজনে।

গত বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ ছবি থেকেই সিদ্ধার্থ-কিয়ারার প্রেমে পড়েন, ছবি এবং ছবির বাইরেও তাঁদের মাখোমাখো কেমিস্ট্রিতে চোখ ধাঁধিয়েছে নেটিজেনদের। যদিও প্রকাশ্যে কোনোদিনও নিজেদের সম্পর্কের শিলমোহর দেননি সিদ্ধার্থ-কিয়ারা দুজনেই। একেবারেই খোলামেলা ছিল এই জুটির সম্পর্ক, একসঙ্গে লাঞ্চ ডেট থেকে মলদ্বীপ ভ্রমণ সবটাই নেটিজেনদের নজরে এসেছিল। তবে অনেকদিন হল, সিদ্ধার্থ-কিয়ারা আর জুটিতে নজরে আসছে না কারুর। এর কারণ খুঁজতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর এই সত্যিটা।

এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দুজনের এক পরিচিত জানিয়েছেন, সিদ্ধার্থ-কিয়ারা আর একসঙ্গে নেই। পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎও বন্ধ, অনেকদিন। তবে কেন সম্পর্ক ভাঙল সিদ্ধার্থ-কিয়ারার? এর জবাব হয়তো তাঁদের কাছেই কাছে।

তবে প্রকাশ্যে কোনোদিনও নিজেদের সম্পর্কের কথা জানাননি সিদ্ধার্থ-কিয়ারা, সুতরাং তাঁদের সম্পর্ক ভাঙনের পেছনে কারণ কি, সেটাও হয়তো প্রকাশ করবেন না কেউই। তবে সিদ্ধার্থ-কিয়ারার বন্ডিং নজরকাড়া ছিল তাঁদের সম্পর্ক কোনোদিন ভাঙতে পারে এই চিন্তাও কারুর মধ্যে আসনি কোনদিন। এমনকি মাস কয়েক আগে সিদ্ধার্থ তাঁর বাবা-মা’র সঙ্গেও কিয়ারার পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন সবটাই ওলটপালট!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

ধনুশের ম্যানেজারের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন তামিল অভিনেত্রী মান্যা আনন্দ

”এই জন্ম থেকে…”, জুবিনের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী গরিমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ