27ºc, Haze
Friday, 24th March, 2023 9:47 pm
নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড এখন ৯ থেকে ৯০ সবাই। যার দরবারে প্রতিনিয়ত ধরা পড়ছে, আমজনতা থেকে সেলিব্রিটি সবারই একেকটি কীর্তিকলাপ। বিশেষত সেলিব্রিটিদের সমস্ত আপডেট এখন ঝড়ের বেগে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হচ্ছে। আর তা দেখতে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়ছে নেটিজেনরা । তারকাদের পান থেকে চুন সবটাই নেটপাড়ার গসিপের বিষয়। তবে শুধু আমজনতাই নয়, প্রকাশ্যেই অভিনেতা বন্ধুদের পেছনে লাগতে পিছপা হন না সেলিব্রিটিরা। এমনকী কারুর সম্পর্কে কোনোরকম কটূক্তি করতেও ছাড়েন না সেলিব্রিটিরা। অর্থাৎ আজকাল সোশ্যাল মিডিয়ায় উঠে আসে তারকাদের মধ্যে নানা রকম ঝগড়া-বিবাদও।
হ্যাঁ, সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী রইলেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের অনুরাগীরা। পুষ্পারাজের উপর বিস্ফোরক অভিযোগ তুললেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ভানুশ্রী মেহরা। জানালেন, আল্লু অর্জুনের সঙ্গে একাধিক হিট উপহার দেওয়ার পরেও তাঁর হাতে কাজ নেই। উল্টে আল্লু অর্জুন তাঁকে টুইটারে ব্লক করে দিয়েছেন। ভানুশ্রী মেহরা ২০১০ সালে ‘ভারুডু’তে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছিলেন। যদিও ছবিটি বক্সঅফিসে বিশাল ফ্লপ হয়েছিল। এর পরে, ভানুশ্রী কয়েকটি সিনেমায় অভিনয় করলেও এ-লিস্টার অভিনেত্রী হিসেবে আবির্ভূত হতে পারেননি। সম্প্রতি তিনি টুইটারে প্রকাশ করলেন যে, আল্লু অর্জুন তাঁকে ব্লক করে দিয়েছে।
তবে তিনি পেশাগত ব্যর্থতার কারণে কাউকে দোষ দেননি। শনিবার, ১৮ মার্চ, ভানুশ্রী লিখেছেন, “আপনি যদি আমাকে চিনতে না পারেন, তাহলে শুধু মনে রাখবেন আমি আল্লু অর্জুনের সঙ্গে ভারুডুতে অভিনয় করেছিলাম এবং এখন আর কোনও কাজ নেই আমার হাতে। কিন্তু আমি আমার সংগ্রামের মধ্যে হাস্যরস খুঁজে পেতে শিখেছি – বিশেষত যখনই আমি দেখলাম আল্লু অর্জুন আমাকে টুইটারে আনব্লক করেছে, আমি খুশি হলাম।” অভিনেত্রী টুইটারে পোস্ট করেছেন, “দারুণ খবর, আল্লু অর্জুন আমাকে আনব্লক করেছেন! স্পষ্ট করার জন্য, আমি আমার ক্যারিয়ারের বিপর্যয়ের জন্য তাঁকে কখনই দোষ দিইনি।”