এই মুহূর্তে




‘হ্যাঁ রে টুকলুস ওটা চশমা না ব্রা’, ঋত্বিকের পোস্ট ঘিরে উত্তাল নেটপাড়া

নিজস্ব প্রতিনিধি: জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। প্রায় দু-বছরের অধিক সময় ধরে জি বাংলায় রাজত্ব করছে এই ধারাবাহিক। বলা চলে, ধারাবাহিকের প্রধান চরিত্র ঊর্মি-সার্ত্যকীর মাখোমাখো প্রেম এই ধারাবাহিকের মুখ্য ইউএসপি। যাই হোক, এই ধারাবাহিকের সুবাদে বেশ ভালই জনপ্রিয় হয়ে উঠেছেন সার্ত্যকি ওরফে ঋত্বিক মুখোপাধ্যায় এবং ঊর্মি ওরফে অন্বেষা। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের কৌতুহলের শেষ নেই। যদিও বর্তমানে এটাই কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সেলিব্রিটিদের জীবনের সবরকম আপডেট জানতে মরিয়া নেটিজেনরা। বিশেষ করে তাঁদের কোনও ছবি কিংবা ভিডিও-র মধ্যে কোনো খারাপ কিছু দেখতে পেলেই হল, তা নিয়ে রীতিমতো তীব্র গসিপ চলে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সেলিব্রিটিদের প্রোফাইলের কমেন্টবক্সে কটাক্ষের বন্যা বয়ে যায়। সম্প্রতি পাহাড়ে বেড়াতে গিয়েছেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় (Writwik Mukherjee)। না কোনো সঙ্গী নয়, একা একাই বেড়াতে গিয়েছেন সার্ত্যকি। সঙ্গে একাধিক বেড়ানোর ছবিও পোস্ট করেছেন ঊর্মির নায়ক। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘একা এবং একা…..’। কখনো পাহাড়ের টিলার উপর দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি, আবার কখনো চশমা পরে স্টাইলিস্ট পোজ দিয়েছেন তিনি।

আর এই সকল ছবি পোস্ট করতেই ট্রোল এর বন্যা বয়ে যায় ঋত্বিক কে নিয়ে। আসলে ছবিতে ঋত্বিকের সামনে দেখা গিয়েছে, একটি টুকটুকে লাল কালারগ্লাস। সেটি আবার মাটিতে রাখা। আর এই কালারগ্লাস ঘিরেই জোর চর্চা। নেটিজেনরা একটু বাঁকা চোখেই মন্তব্য করে বলেছেন, ‘টুকলুস রে ওটা চশমা। সবাই ভুলভাল ভাবছে দেখ: উর্মি’। আবার অন্যজন লিখেছেন, ‘চশমাটা ব্রা ভেবে বসে থাকা আমার চোখ গিয়েছে’। কেউ লিখেছেন, ‘চশমাটা বড্ড বাজে। অন্য কিছু ভাবলাম।’এই নিয়েই বর্তমানে নেটপাড়া মেতে উঠেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রিয়েলটি শোয়ের মঞ্চই বিয়ের মণ্ডপ! সাত পাকে বাঁধা পড়লেন ‘বালিকা বধূ’ অভিনেত্রী

‘মুখ্যমন্ত্রী স্যর, বদলা নিতে হলে…’ স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজয়

অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় ধমক দিলেন কাজল? কেন রেগে গেলেন অভিনেত্রী?

ছেলেকে কোলে নিয়ে মামার বাড়ির পাড়ায় সস্ত্রীক অষ্টমীর অঞ্জলি দিলেন পরমব্রত

১৯ বছর বাদে ভাঙছে অস্কার জয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের সংসার

অষ্টমীর দিন ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে পুজো সারলেন কোয়েল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ