নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ মাতৃত্বের (Motherhood) অনুভুতি পৃথিবীর প্রত্যেক মায়ের জন্যই সমান সে মা যতই সেলিব্রিটি হন না কেন। তাই বিনোদন জগতের প্রথম সারির অভিনেত্রীদের সন্তানের প্রতি বিশেষ যত্নশীল। ঐশ্বর্য্য থেকে কাজল, রানি বা অনুষ্কা শর্মা সকলেরই এই বিষয়ে মিল চোখে পরে। বাদ পড়লেন না প্রীতি জিন্টাও (Preeti zinta) । গত বছরই সারোগেসির মাধ্যমে জমজ সন্তানের মা হন অভিনেত্রী তারপর থেকেই লস অ্যাঞ্জেলে স্বামী জিন গুডেনাফ ও দুই সন্তানের সঙ্গে সুখে সংসার করছেন “কাল হো না হো” ছবির নায়িকা। এবার দুই সন্তানের জন্মদিন পালনে মেতে উঠলেন প্রীতি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সন্তানদের জন্মদিন (Child’s birthday) উপলক্ষ্যে পোস্ট করে আবেগপ্রবন হয়ে পড়েন অভিনেত্রী।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সন্তানদের জন্মদিন উপলক্ষ্যে দুটি আলাদা আলাদা পোস্ট করেন অভিনেত্রী। মেয়ে জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রীতি লিখেছেন, “আমি সবসময় তোমাকেই চাই। আমি তোমার জন্য প্রার্থনা করেছি, আমি তোমার জন্য কামনা করেছি এবং এখন তুমি আমার কাছে আছ। তাও এক বছর হয়ে গেল। আমি আজ খুব খুশি। তোমার মূল্যবান হাসি, তোমার উষ্ণ আলিঙ্গন এবং আমার জীবনে তোমার উপস্থিতির জন্য আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকব আমার ছোট্ট জিয়া। শুভ জন্মদিন আমার ছোট্ট পুতুল সোনা। আমি যা কিছু চেয়েছিলাম তাঁর সবটা তোমার মধ্যে পেয়েছি। তোমার জীবন সর্বদা ভালবাসায় পূর্ণ থাক। আমি তোমাকে খুব ভালবাসি সোনা এবং প্রতিটি দিন তোমার জন্য আমার ভালবাসা বহুগুণ বেড়ে যায়”।
পাশপাশি ছেলে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আরও একটি পোস্ট করেন প্রীতি। ওই পোস্টে জয়ের উদ্দেশে অভিনেত্রী লিখেছেন, “আমি আমার জীবনে যতগুলি ভূমিকা পালন করেছি তার মধ্যে সব থেকে বড় হল তোমার মা হওয়া। আমি নিশ্চিত যে আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। আমাদের দুজনের মধ্যে ভালবাসা ঠিক কতটা নিবিড় তা আমি ভেবে পাইনা সোনা। শুধু এই টুকু জানি আমি তোমাকে প্রতিদিন আরও বেশি ভালবাসি। শুভ জন্মদিন মেরি জান। তোমার জীবন সবসময় সুখে ভরে উঠুক”।