27ºc, Haze
Friday, 24th March, 2023 10:27 pm
নিজস্ব প্রতিনিধি, বগুড়া: সংসদ সদস্য হিসেবে জেতার স্বপ্ন দেখেছিলেন দেশের বিখ্যাত ভাঁড় সৈয়দ আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার অনুষ্ঠেয় বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) সংসদীয় আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু রাতেই জয়ের স্বপ্ন ভেঙে খানখান হয়ে গেল। এবারও ভোট রাজনীতিতে ‘জিরো’ই হয়ে থাকতে হল হিরো আলমকে। তবে গতবারের মতো জামানত খোয়াননি। বরং হাতে গোনা মানুষ ভোট দেওয়ায় দ্বিতীয় স্থান পেয়েছেন। ভোটে হারলেও যেভাবে মানুষ তাঁকে সমর্থন জানিয়েছেন তাতে খুশি নেটা নাগরিকদের হাসির রসদ হয়ে ওঠা অভিনেতা।
বিএনপি সাংসদদের ইস্তফার কারণে এদিন দেশের ছয়টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া-৪ আসনে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন হিরো আলম। প্রথমে রিটার্নিং অফিসার তাঁর মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেছিলেন। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। কিন্তু কমিশনও রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখায় হাইকোর্টের দ্বারস্থ হন হিরো আলম। শেষ পর্যন্ত আদালতে স্বস্তি পান। তাঁকে ভোটে লড়ার সুযোগ দিতে কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট।
ভোটে দাঁড়ানোর অধিকার পেয়ে জিততে কোমর কষে ঝাঁপিয়েছিলেন হিরো আলম। এদিন ভোটগ্রহণ শেষেই শুরু হয় গণনা। প্রথম দিকে এগিয়েই ছিলেন হিরো আলম। ১১২টি বুথের মধ্যে ৬৩টি এগিয়ে ছিলেন তিনি। জয় নিশ্চিত ভেবে খুশিতে মিষ্টি বিলোতেও শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত জয় অধরা থেকে গিয়েছে। ভোট গণনা শেষে রিটার্নিং আধিকারিক তথা বগুড়ার জেলাশাসক সইফুল ইসলাম জানান, এক হাজার ২৪৬ ভোটে হেরেছেন হিরো আলম। তিনি পেয়েছেন ১৭ হাজার ৩৮৯টি ভোট। অন্যদিকে জয়ী প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন পেয়েছেন ১৮ হাজার ৬৩৫ ভোট।